নাসরুল বারী শরহে বুখারী ১২তম খন্ড pdf বই ডাউনলোড।হাদীসের আভিধানিক অর্থ হল কথা। অর্থাৎ আভিধানিক ভাবে সর্বপ্রকার কথাকেই হাদীস বলে। পরিভাষায় রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী, কর্ম, সম্মতি ও হাল অবস্থাকে হাদীস বলে। হাফিজ ইবনে হাজার আসকালানী র. বলেন- অর্থাৎ, শরীয়তের পরিভাষায় যে সব জিনিসের নাম হাদীস, যেগুলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধযুক্ত।
চাই বানী হোক বা কর্ম কিংবা গুন অথবা মৌন সম্মতি। তাকরীর তথাল শুধু হাদীসের সংজ্ঞা। এবার ইলমে হাদীসের সংজ্ঞার প্রতি লক্ষ্য করুন। আল্লামা বদরুদ্দীন আইনী র. এর সংজ্ঞা বর্ণনা করেছেন -অর্থাৎ ইলমে হাদীস এরূপ এক বিদ্যার নাম, যদ্বারা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও হাল অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ হয়। আল্লামা কিরমানী র.ও এ সংজ্ঞাই বর্ণনা করেছেন। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নাসরুল বারী শরহে বুখারী ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- নাসরুল বারী শরহে বুখারী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- নাসরুল বারী শরহে বুখারী ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- নাসরুল বারী শরহে বুখারী ১ম খন্ড pdf বই ডাউনলোড
- নাসরুল বারী শরহে বুখারী ২য় খন্ড pdf বই ডাউনলোড
তাহলে ইলম আকাবির ও মাশায়েখে দরসের চিরাচরিত নিযম হল, তারা প্রতিটি শাস্ত্র এবং প্রতিটি কিতাবের শুরুতে বিশেষতঃ ইলমে হাদীসের শুরুতে মুকাদ্দামারূপে এবং সূচনামূলক কিছু আলোচনা করেন। যাতে অন্তর্দৃষ্টির আলোকে কিতাবের সূচনা করা সম্ভব হয়। এ আলোচনা সমষ্টিকে বলে এখানে মোট আটটি বিষয়ে আলোচনা করা হয়-
১. ইলমের সংজ্ঞা
২. আলোচ্য বিষয়
৩.লক্ষ্য-উদ্দেশ্য
৪.নামকরনের কারণ ইলমের ফযীলত
৫. ইলমের ফযীলত
৬.হাদীস সংকলনের বিভিন্ন প্রকার
৭.ইলমের সংকলণ ইতিহাস
৮. সমজাতীয় উলূমে তার স্থান ইত্যাদি।
এ যুগেও সমস্ত মুহাদ্দিসীন এদিকে মনোযোগী হয়ে উপকারী মনে করে স্বস্ব অন্তদৃর্ষি অনুযায়ী হাদীস গ্রন্থরাজির শুরুতে কিছু আলোচনা অবশ্যই করেন। আমি এ ভূমিকায় উপরোক্ত আটটি বিষয় ছাড়াও এ ইলম সংক্রান্ত আরো কিছু জরুরী কথা বলার জন্য মনস্থ করেছি। ফলে এ মুকাদ্দামার আলোচনাগুলো এর ক্রমবিন্যাসের চেয়ে কিছুটা ভিন্নপ্রকৃতির হবে।
নিচে নাসরুল বারী শরহে বুখারী ১২তম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আল-কাউসার প্রকাশনী |
বইয়ের ধরণঃ | বুখারী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 18.0 MB |
প্রকাশ সালঃ | ২০১৭ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মদ উসমান গনী |
অনুবাদঃ |