নাস্তিকতার স্বরূপ সন্ধান pdf বই ডাউনলোড। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানে নাস্তিক শব্দের পরিচয় বলা হয়েছে, স্রষ্টা ও পরকালে বিশ্বাস নেই এরকম ব্যক্তি। এর বিপরীত শব্দ হলো আস্তিক। উক্ত অভিধানে এর অর্থ লেখা হয়েছে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী বা পরকাল মানে এমন। আস্তিক শব্দটি ’আস্তি’ধাতুমুল থেকে উদগত। এর শুরুতে দন্ত-ন অভ্যয়যুক্ত করেই (ন-আস্তিক) নাস্তিক শব্দের জন্ম হয়েছে।
উইকিপিডিয়াতে নাস্তিক বা নাস্তিক্যবাদের পরিচয় প্রদান করতে গিয়ে বলা হয়েছে, এটি একটি দর্শনের নাম যাতে ইশ্চর বা স্রষ্টার অস্তিত্ব স্বীকার করা যায় না। এবং সম্পূর্ণ ভৌত ও প্রাকৃতিক উপায়ে প্রকৃতির ব্যাখ্যা দেওয়া হয়। আস্তিক্যবাদ বর্জনকেই নাস্তিক্যবাদ বলা যায়। নাস্তিক্যবাদ বিশ্বাস নয় বরং অবিশ্বাস এবং যুক্তির উপর প্রতিষ্ঠিত বিশ্বাসকে খন্ডন নয় বরং বিশ্বাসের অনুপস্থিতিই এখানে মুখ্য ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হাদীছ জালিয়াতির স্বরূপ pdf বই ডাউনলোড
- হাদীছ জালিয়াতির স্বরূপ pdf বই ডাউনলোড
- অস্তিত্ব বাদ pdf বই ডাউনলোড
- বৃটিশ বাংলায় মুসলিম সংস্কৃতির রূপান্তর pdf বই
- বাংলার মুসলমানদের ইতিহাস pdf বই ডাউনলোড
নাস্তিকতার ইংরেজি নাম (Atheism) (অ্যাথেইজম)। এই শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক এথোস থেকে। শব্দটি সেইসকল মানুষকে নির্দেশ করে, যারা স্রষ্টার অস্তিত্ব নেই মনে করে এবং প্রচলিত ধর্মগুলোর প্রতি অন্ধবিশ্বাসকে যুক্তি দ্বারা ভ্রান্ত বলে প্রমাণ করে। নাস্তিক শব্দটি বাংলা নয়, এটি সংস্কৃত এবং বৈদিক।
শব্দটি যখন বাংলায় অন্তর্ভুক্ত হয় সেসময় যারা এই শব্দকে বাংলায় অন্তর্ভুক্ত করেছিলেন, তারা শব্দটির সঠিক অর্থ অনুধাবনে ব্যর্থ হয়েছিলেন। সেই কারণে নাস্তিক বলতে সংস্কৃতে যা বোঝায় বাংলায় তা বোঝানো হয় না। বাংলায় নাস্তিককে অ্যাথিস্ট-এর সমার্থক মনে করা হয়। অথচ সংস্কৃতে নাস্তিক মানে নিরীশ্বরবাদী নয়। হিন্দু ধর্মতত্ত্বে নাস্তিক তাদেরই বোঝায়, যারা বেদকে ঐশ্বরিক গ্রন্থ মনে করে না।
সেজন্যই বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানে নাস্তিক শীর্ষশব্দের অধীনে পদান্তর সংকেত দিয়ে বলা হয়েছে, যিনি বেদে বা শাস্ত্রগ্রন্থে বিশ্বাস করেন না। এই অর্থ বিবেচনায় আনলে নাস্তিক মানে নিরীশ্বরবাদী বা ধর্মদ্রোহী হয় না। আশা করি আপনাদের উপকারে বইটি আসবে। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে নাস্তিকতার স্বরূপ সন্ধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল হেরা |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 16.00 MB |
প্রকাশ সালঃ | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | আবদুল্লাহ আল মাসউদ |
অনুবাদকঃ |