নিজ পরিবারবর্গের প্রতি আমার অসিয়্যত pdf বই ডাউনলোড। তারঁ গড়া সেই কল্যাণ রাষ্ট্র ও ইনসাফ ভিত্তিক সমাজ পৃথিবীবাসীর জন্য সর্বযুগে এবং সবকালের জন্য অনুসরণীয় হয়ে রয়েছে। নবী করীম সাঃ যে মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন, তারঁ ইন্তেকালের পরে পবিত্র কুরআনের উক্ত মিশন সম্মুখের দিকে এগিয়ে নেয়ার দায়িত্ব অর্পিত হয়েছে।
মুসলিম মিল্লাতের প্রতি। নবী করীম সাঃএর বিদায়ের পরবর্তী প্রত্যেক যুগেই মুসলিম মিল্লাতের মধ্যে থেকে আল কুরআনের সিপাহসালারগণ পবিত্র কুরআনের আলোয় আলোকিত রাষ্ট ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল বাধা প্রতিবন্ধকতা দুপায়ে দলিত-মথিত করে সম্মুখের দিকে এগিয়ে গিয়েছেন।
আরও দেখুনঃ নন্ধিত জাতি নন্দিত গন্তব্যে pdf বই ডাউনলোড
পৃথিবীর অগণন মানুষের প্রাণপ্রিয় মুফাসসীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পবিত্র কুরআনের সিপাহসালারদেরই একজন। বর্তমান পৃথিবীর আধুনিক জাহিলিয়াত রক্তচক্ষু উপেক্ষা করে তিনি পবিত্র কুরআনের প্রজ্জ্বল মশাল দেশ থেকে দেশান্তরে ক্লান্তিহীনভাবে আলো বিকিরণ করে যাচ্ছেন। সকল বাধা অতিক্রম করে তিনি বিরামহীন গতিতে পবিত্র কুরআনে দাওয়াত দিয়ে যাচ্ছেন।
বর্তমান পৃথিবীতে বোধহয় এমন কোনো দেশের অস্তিত্ব নেই, যেখানে বাংলাভাষী মানুষ নেই। আর যেখানেই বাংলাভাষী মানুষের অস্তিত্ব রয়েছে সেখানেই সিডি, ভিসিডি, অডিও ক্যাসেট টিভি ও ইন্টারনেটের মাধ্যমে বজ্র কণ্ঠে অনুরণিত হচ্ছে আল্লামা সাঈদীর নির্ভীক কন্ঠস্বর।
আরও দেখুনঃ ব্যবসা বাণিজ্য করণীয় ও বর্জনীয় pdf বই ডাউনলোড
তিনি ঘনতমশাবৃত অন্ধকারে কুরআনের আলো প্রজ্জ্বলিত করেছেন এবং সে আলোয় সঠিক পথের সন্ধান পেয়েছে অগণিত পথহারা মানুষ।কিন্তু মহান আল্লাহর অমোষ নিয়মে তিনিও একদিন এ পৃথিবী ত্যাগ করে মৃত্যু যবনিকার অন্তরালে চলে যাবেন। আর এ বিষয়টিই সম্মুখে রেখে মানবতার একমাত্র অনুসরণীয় আদর্শ নবী।
করীম সাঃ এর হাদীস অনুসারে তিনি নিজ পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজনদের উদ্দেশ্যে অসিয়্যত লিখেছেন। তারঁ সে অসিয়্যত পুস্তিকারূপে নিজ পরিবারবর্গের প্রতি আমার অসিয়্যত শিরোণামে ছাপা হয়েছিলো এবং পুস্তিকা তার পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনের মধ্যেই সীমাবদ্ধ ছিলো।
আরও দেখুনঃ নেক সুরতে শয়তানের ধোঁকা pdf বই ডাউনলোড
নিচে নিজ পরিবারবর্গের প্রতি আমার অসিয়্যত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.13 MB প্রকাশ সালঃ ২০০৭ ইং বইয়ের লেখকঃ মাওলানা দেলাওয়ার হোসাঈন সাঈদী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ