নিফাক থেকে বাচুঁন pdf বই ডাউনলোড। এদের ব্যাপারে কুরআন সম্ভাব্য সবকিছুই বাতলে দিয়েছে। এর অন্যতম কারণ হলো জমিনের বুকে এবং কবরের আঁধার গর্ভে মুনাফিকদের সংখ্যাই বেশি। পৃথিবীর বুকে এমন কোনো নিরাপদ জায়গা নেই যেখানে নিফাক ও মুনাফিকদের হিংস্র থাবা হতে মুমিন নিজেকে নিরাপদ রাখতে পারে কিংবা তার জীবনব্যবস্থাকে বিপদমুক্ত রাখতে পারে। জীবনের প্রতিটি রন্ধ্রেই নিফাকের আগ্রাসী থাবা ত্ৰাস সঞ্চার করে বসে আছে।
মুনাফিকদের ব্যাপারে কুরআনে অনেক আয়াত রয়েছে মুনাফিকদের মাত্রাধিক্য এবং ব্যাপক অনিষ্টের দরুন মদীনায় অবতীর্ণ অধিকাংশ সূরায় আল্লাহ তাআলা তাদের কথা সবিস্তারে বলেছেন। তাই এ কথা ভাবার কোনো সুযোগ নেই যে, তারা বিলুপ্ত হয়ে গেছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
প্রিয় পাঠক, গভীর দৃষ্টিতে তাকালে লক্ষ করবেন, আল্লাহ তাআলা সূরা বাকারায় মুনাফিকদের অন্তরের ব্যাধি ও মুমিনদের সাথে তাদের ধোঁকাবাজি ফাঁস করে দিয়েছেন। সূরা আলে-ইমরানে তাদের অস্থিরতা ও পশ্চাৎপদ পলায়নমুখী মানসিকতা বর্ণনা করেছেন। সূরা নিসায় তাদের ‘আল্লাহ ও তাঁর রাসুল -এর হুকুম লঙ্ঘনের’ কথা বলেছেন।
আলহামদুলিল্লাহ, মহামহিম আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া যে, তিনি তার সীমাহীন দয়া ও মেহেরবানি দ্বারা এই অনভিজ্ঞ, অধম ও অযোগ্য বান্দাকে তাঁর দীনের খিদমত করার সুযোগ দিয়েছেন।
ইসলামের শুরুলগ্ন হতে আজ অবধি ইসলাম ও মুসলমানের অগ্রযাত্রায় সবচেয়ে বড় বাধার নাম নিফাক ও মুনাফিক।
ঈমানঘাতী এই ব্যাধি মুসলমানদের ইজ্জতের সর্বোচ্চ শিখর হতে টেনে-হিচড়ে নামিয়ে ইতিহাসের সবচেয়ে সঙিন সময়ের চোরাবালিতে ছুড়ে ফেলেছে। রাসূলুল্লাহ -এর যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এমন কোনো দীনদার, মুত্তাকী ও খাঁটি মুমিন পাওয়া যায় না যিনি নিজের ব্যাপারে নিফাকের ভয় করেননি। প্রত্যেক যুগের সাধারণ মানুষজনকে সমসাময়িক মহামানবগণ এই দুরারোগ্য ব্যাধি সম্পর্কে যথাসাধ্য সতর্ক করেছেন।
এমনই একটি সতর্কতা আমাদেরও বড় প্রয়োজন। মুসলিম উম্মাহর সাগরসম তৃষ্ণা এই বই মেটাতে পারবে কি না তা সময়ই বলে দেবে। তবে অনুবাদক হিসেবে বইটির প্রতিটি শব্দে শব্দে গভীর দৃষ্টি বুলিয়ে আমি যা বুঝেছি তা হলো, তৃষ্ণা পুরোপুরি না মিটলেও পানির সন্ধান অবশ্যই পাওয়া যাবে।
নিচে নিফাক থেকে বাচুঁন pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 45 MB |
প্রকাশ সালঃ | ২০০৪ সাল |
বইয়ের লেখকঃ | ড. ইয়াদ কুনাইবী |
বইয়ের অনুবাদকঃ | আহমাদ ইউসুফ শরীফ |