নেক সুরতে শয়তানের ধোঁকা pdf বই ডাউনলোড। শায়খ আবুর ফরজ বলেন, যখন মানুষ সৃষ্টি করা হয় তখন তাতে সংযোজন করা হয় কামনা, বাসনা ও প্রবৃত্তি; যাতে সে সংগ্রহ করতে পারে যা তার জন্য উপকারী, আর স্থাপন করা হয় তার মাঝে ক্রোধ; যাতে সে প্রতিহত করতে পারে যা তার জন্য ক্ষতিকর।
তাকে দান করা হয় আক্বল নামক শিক্ষক, যা তাকে নির্দেশ দেয় সংগ্রহ এবং পরিহারের ক্ষেত্রে ন্যায়নীতি অবলম্বনের । আর সৃষ্টি করা হয় অভিশপ্ত শয়তানকে, যে উৎসাহ দেয় সংগ্রহ এবং পরিহারের ক্ষেত্রে সীমালঙ্গনের।
আরও দেখুন: রাসূল সাঃ সম্পর্কে ১০০০ প্রশ্ন pdf বই ডাউনলোড
তাই বুদ্ধিমানের কর্তব্য হলো মানবজাতির চিরশত্রু এ শয়তান থেকে পূর্ণ সতর্কতা অবলম্বন করা। মানব সৃষ্টির শুরু তেকে যে তার শত্রুতা প্রকাশ করেছে,বনী আদমের পরিবেশ নষ্টে যে নিজেকে উৎসর্গ করেছে,তদুপরি স্বয়ং রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তার থেকে সতর্কতা অবলম্বনের। আল্লাহ তায়ালা বলেন, অর্থা/ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু।
শয়তান আমাদের প্রকাশ্য শত্রু।
সে তোমাদের নির্দেশ দেয় মন্দ এবং অশ্লীলতার এবং আল্লাহর ব্যাপারে এমন কথা বলার, যা তোমাদের অজানা। অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, অর্থাৎ শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার পথ দেখায়। আল্লাহ তায়ালা আরো বলেন, অর্থাৎ শয়তান মানুষকে ভ্রষ্টতার অতল গহ্বরে নিক্ষেপ করতে চায়।
আরও দেখুন: দুআ কবুলের গল্প গুলো pdf বই ডাউনলোড
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ শয়তান চায় মদ-জুয়ার ক্ষেত্রে তোমাদের পপস্পরে ঘৃণা ও শত্রুতাভাব সৃষ্টি করতে এবং তোমাদের আল্লাহর স্বরণ ও নামাজ থেকে বিরত রাখতে, সুতরাং তোমারা কি বিরত থাকবে? আল্লাহ তায়ালা আরো বলেন, অর্থাৎ নিশ্চয় সে প্রকাশ্য শত্রু এবং সুস্পষ্ট গোমরাহকারী। অন্যআয়াতে আল্লাহ বলেন।
অর্থাৎ নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দলবলকে এ জন্যই আহবান করে যেন তারা জাহান্নামী হয়। অন্য আয়াতে আল্লাহ বলেন, অর্থাৎ কোন প্রতারকের প্রতারণা তোমাদেরকে যেন প্রতারিত না করে। আল্লাহ তায়ালা আরো বলেন, অর্থাৎ হে আদম সন্তান আমি কী তোমাদের থেকে প্রতিশ্রুতি নেইনি যে, তোমরা শয়তানের অনুসরণ করবেনা? নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।
আরও দেখুন: দাম্পত্যজীবন অজ্ঞতা ও পরিণাম pdf বই ডাউনলোড
নিচে নেক সুরতে শয়তানের ধোঁকা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ নির্বাচন ও ভাষান্তর বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 16.2 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আল্লামা ইবনুল জাওযী রহ. অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ