নেতৃত্ব প্রদান pdf বই ডাউনলোড। নবী মুহাম্মুদুর রসূলুল্লাহ সাঃ এর জীবনের সরাসরি ধারা বিরণী বর্ণনা করা হয়েছে। তাঁর অনুরাগ-অনুভূতি, তাঁর সিদ্ধান্ত গ্রহণের ধরণ, তাঁর নেতৃত্বের ধারা, তাঁর প্রেরণা ও অনুপ্রেরণা প্রদানের পন্থা, মানুষ ও জনসাধারণকে আকর্ষীত ও অনুপ্রাণীত করার কৌশল বর্ণনা করা হয়েছে। এর মধ্যে আরও সমন্বয় করা হয়েছে, দায়িত্ব পালনের প্রেরণা গভারভাবে যোগান দেয়ার ক্ষেত্রে তাঁর নমুনাসমূহ।
এটা যে শুধু তাঁর বাকপটুতা ও বানভঙ্গির মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়; বরং তিনি হৃদয়ের গভীরে গথিত করতে পারতেন। তিনি যে শুধু অবস্থার প্রেক্ষিতে এ সকল কিছু করতে পারতেন তা নয় বরং এ সকল বৈশিষ্ট্য ও উপাদান তার মজ্জাগত, স্বভাবগত ও সহজাতগত।
আরও দেখুনঃ আল আদাবুল মুফরাদ (অনন্য শিষ্টাচার) যা ইমাম বুখারী রহঃ হাদীসের আলোকে রাসূল সাঃ এর জীবনচরিত থেকে নেয়া আদব কায়দা শিখাতে আমাদের সাহায্য করবে।
ঘটনা প্রবাহের আলোকচ্ছটা
এ বইটিতে ঐ সমস্ত ঘটনাবলির আলেকে রচনা করা হয়েছে যেথায় নবী সাঃ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ঐ সব ঘটেছে, যেথায় তার স্বভাবের প্রকাশ পেয়েছে, তার অবস্থান ও সুন্দর উপস্থাপনা উদ্ভাসিত হয়েছে।তা এমনই প্রণিধানযোগ্য যার বিপরীতে সকল স্বভাব, সকল তত্ত্বাবধান, অবস্থান ও সকল উপস্থাপনা ম্লান।
মহান নেতা নবী সাঃ এর সৌন্দর্যময় আলেখ্য দ্বিপ্তীময় প্রভাব, মাধুর্যপূর্ণ অসাধারণ প্রেরণা, গভীর আকর্ষণ, মনমুগ্ধকর বচন। এমন গভীরভাবে পাঠককে প্রভাবিত করবে যে, তা বারবার পাঠ করেও নিগুঢ় তত্ত্বে পৌঁছতে আরও ব্যাকুল হবে। আরও অধিক আত্মতৃপ্তি পেতে থাকবে। শিহরিত হতে থাকবে।
- ইসলামের আলোকে চিকিৎসা বিজ্ঞান pdf বই ডাউনলোড
- শেষরাত্রির গল্পগুলো pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
এটা সর্বশ্রেষ্ঠ মানবের জীবন স্মৃতি। মানুষ যার সুঘ্রাণে বিমোহীত হবে। এটা প্রবাহমান একটা ঝরণার মত দীপ্তিময় আলোকচ্ছটা যার নূরে নুরান্নিত হতেই হবে। এটা এমনই সুঘ্রাণ যার সুগন্ধে সুবাসিত ও মৃয়মান হবেই হবে।
নিচে নেতৃত্ব প্রদান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
মূল লেখকঃ সুলাইমান বিন আওয়াদ কিয়ান অনুবাদঃ প্রকৌশলী হাফেজ রাফাফ তাহসীন প্রথম প্রকাশঃ ২০১৪ সর্বশেষ প্রকাশঃ বইয়ের ধরণঃ নেতৃত্ব শিক্ষা সাইজঃ ৫.৯৩ MB প্রকাশকঃ পিস পাবলিকেশন্স
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ