পরকালের প্রস্তুতি pdf বই ডাউনলোড।আমাদের জীবন থেকে খুব দ্রুত বরফের মতো করেই সময়গুলো গলে যাচ্ছে। প্রতিদিন, প্রতিমূহুর্তে আমরা বিন্দু বিন্দু করে এগিয়ে চলেছি মৃত্যুর দিকে। অথচ এই অনিবার্য মৃত্যুকেই আমরা ভুলে থাকি সবচেয়ে বেশি। অবহেলা করি মহান রবের সামনে হিসাব দেবার প্রস্তুতি নিতে।
পরিবার যখন একটি নতুন শিশু জন্ম নেয় তখন আমরা তারঁ জন্ম তারিখ, সময় যত্নের সাথে মনে রাখি। স্বাভাবিকভাবে বয়সের কোন পর্যায়ে শিশুটি কখন হাটঁবে , কখন কথা বলবে।
আরও দেখুনঃ পর্দা একটি বাস্তব প্রয়োজন pdf বই ডাউনলোড
কখন স্কুলে যাবে সব কিছুর সময় মত হিসাব রাখি। সময়ের সাথে সাথে শিশুটি স্বাভাবিকভাবে বেড়ে উঠছে কিনা তা মাঝে মাঝে ডাক্তার দেখিয়ে নিশ্চিত হই। আবার এই শিশুটি যখন স্কুলে যায় তখন স্কুলের শিক্ষকরা সারা বছর পড়ানোর ফাঁকে ফাঁকে একটি নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেন। এই পরীক্ষার মাধ্যেমে যাচাই করে দেখেন সারা বছর তারা কি কি শিখেছে।
মৃত্যু সবার জন্য অনিবার্য।
তারা কি তাদের শিক্ষার মূল্যবান সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারছে কিনা। ? তাই পরীক্ষা প্রাপ্ত নম্বরের হিসাব সব সময় অভিভাবকদের জানিয়ে দেন। যাতে তারা সন্তানের রেজাল্ট দেখে বুঝতে পারেন তার কোন কোন বিষয়ে দুর্বলতা আছে কিংবা তাকে কোন কোব বিষয়ে বেশী গুরুত্ব দিতে হবে। যাতে ভবিষ্যতে সে সর্বাধিক নম্বর পেয়ে সাফল্য লাভ করতে পারে।
আরও দেখুনঃ সহীহ নেয়ামুল কুরআন pdf বই ডাউনলোড
একজন কৃষক সারা বছর অক্লান্ত পরিশ্রম করে জমি তৈরি করে । জমিতে বীজ লাগায়। চারা গাছের যত্ন নেয়। এক সময় যখন ফসল পাকে তখন সে ফসল তোলার সময় মেপে দেখে কত মণ ফসল তার জমিতে উৎপন্ন হলো। এভাবে প্রতিবছর ফসল তোলার পর তা পরিমাপের মাধ্যমে কৃষক বুঝতে পারে তার জমিতে আগের বছরের চেয়ে ফসল কম হলো নাকি বেশি হলো।
আগের বছরের চেয়ে পরিমাণে কম হলে কৃষক চেষ্টা করে উৎপাদনের পরিমাণ কম হওয়ার কারণগুলো খুজেঁ বের করতে। জমিতে প্রয়োজনীয় সার, পানি সেচ, ও কীটনাশক দিয়ে পোকার আক্রমণ রোধ, উন্নত জাতের বীজ বপন প্রভৃতির মাধ্যমে আগের বছরের চেয়ে ফসলের পরিমাণ বাড়াতে চেষ্টা করে। উল্লেখ লেখকের কিছু কথায় বুঝানো হয়েছে পক্ষান্তরেই আমাদের পরকালে যেতে হবে। এবং এই দুনিয়াতে যা করব তার ফল পরকালে গিয়ে পাবো।
আরও দেখুনঃ মুসলিম নারীর সংগ্রাম সাধনা pdf বই ডাউনলোড
নিচে পরকালের প্রস্তুতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আহসান পাবলিকেশন বইয়ের ধরণঃ পরকাল বিষয়ক বইয়ের সাইজঃ 2.86 MB প্রকাশ সালঃ ২০১৬ ইং বইয়ের লেখকঃ নূর আয়েশা সিদ্দীকা অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ