পর্দায় প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড। দুনিয়ার সব কিছু ছেড়ে দিলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য। ২০১৭ সালের ডিসেম্বরের শেষের দিকে আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসল। পাত্র সম্পর্কে কোনকিছু না জেনে আমার মা-বাবা পারিবারিকভাবে দেখা সাক্ষাতের ব্যবস্থা করল। আমি পাত্রের সামনে গিয়ে কান্না করে দিলাম ভয়ে, বিয়ে সম্পর্কে তেমন বুঝ ছিল না। আর এটা জানতাম পাত্র দ্বীনি না, আধুনিক। আমি শিউর ছিলাম, পাত্র আমাকে পছন্দ করবে না।
আমারও পাত্র পছন্দ হয় নি, আমি অবশ্যই চেহারার দিকে তাকাই নি। শুধু পায়ের দিকে দেখে, আমি একদম না ছিলাম, কারণ টাখনুর উপরে কাপড় পড়ে নি। যেই ভাবা সেই কাজ, পাত্র আমাকে পছন্দ করে নি। এরপর থেকে আরেক সংগ্রাম মা শুধু বলে আমার প্রেমের সম্পর্ক আছে, সেজন্য কান্না করছি। তাদের নাকি মান-সম্মান চলে গেছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
আমি আমার কষ্ট, মাকে খুব করে বোঝানোর চেষ্টা করতাম, মা শুধু অপমান করতো, কটু কথা বলত। আমি খুব কষ্ট পেতাম, সালাতে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। তবুও তখন বোরকা পড়তে দিতো না। আমি খুব করে চাইতাম, পর্দা করার জন্য। কিন্তু আমাকে বোরকা কিনে দেওয়া হতো না, আমি কান্নাকাটি করতাম। মা-বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকতাম, আর আল্লাহর কাছে দু’আ করতাম।
২০১৮ তে এইচএসসি দিলাম আইসিটি পরীক্ষা খারাপ হলো, আমার সে কি টেনশন! আমার মরে যাওয়ার মত অবস্থা হলো। পরিবার শুধু অপমান করত। আমার বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছিলো। পরীক্ষা খারাপ হওয়ার পর থেকে ইসলাম একদম খুব কঠিনভাবে আঁকড়ে ধরলাম। সব বিধি-বিধান পালন করা শুরু করে দিলাম। পরিবারের সদস্যদের অপমানে, আঘাতে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল।
আমরা বোনদের কাছে নিজের পর্দায় প্রত্যাবর্তন এর গল্প পাঠাতে আহ্বান করেছিলাম। আলহামদুলিল্লাহ! অনেক বোন নিজের পর্দায় ফেরার গল্প আমাদের কাছে পাঠিয়েছেন। তা ধারাবাহিকভাবে পোস্ট করা হচ্ছে। আজ ২য় পর্ব। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠা আসা, আমার মধ্যে ধর্মের প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা সবসময়ই ছিল। যখন মাধ্যমিকে পড়তাম তখন আমার এক ধার্মিক বান্ধবী টিফিন পিরিয়ডে বাড়ি থেকে ভাত খেতে গেলে, সাথে যোহর সালাত আদায় করে আসত।আমি যোহর সালাত আদায় করতে পারতাম না, আমার বাড়ি থেকে স্কুল দূরে ছিল।
আমি শুধু ভাত খেয়েই যেতাম। আমি সবসময় তার সঙ্গ পাওয়ার চেষ্টা করতাম। তাঁর প্রতি আমার প্রচন্ড রকম শ্রদ্ধাবোধ ছিল। আমি তার পাশে বসে বসে যোহর সালাত আদায় করতে না পারার জন্য আফসোস করতাম। পরিবার থেকে দ্বীনের জ্ঞান বলতে, মক্তবে পড়তাম, সেখানে যা পড়াই তো তাই। এর বেশি ইসলাম সম্পর্কে জানার আমার কোন সুযোগই ছিল না।
নিচে পর্দায় প্রত্যাবর্তন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | নারী ও পর্দা বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 17.5 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |