পশ্চিমা মিডিয়ার স্বরূপ pdf বই ডাউনলোড। ইসলাম কিয়ামত পর্যন্ত সকল যুগের সকল মানুষের জন্য শান্তি ও মুক্তির একমাত্র দ্বীন ও জীবনব্যবস্থা। কিশ্বনিয়ন্তা রাব্বুল আলামীন মানব জাতিকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন তারঁ খলীফা বা প্রতিনিধি হিসেবে। প্রতিনিধিত্বের যোগ্যতা সৃষ্টি এবং পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বি আঞ্জাম দানের জন্য তাদের দিয়েছেন তারঁ পবিত্র কিতাব-আল-কুরআন; আর তাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন তারঁ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা:-কে, যারাঁ আজীবনের মিশন ছিল ইসলামকে সকল মতাদর্শের ওপর বিজয়ী করা।
বর্তমান বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের মূল হাতিয়ার মিডিয়া। মিডিয়ার সহযোগীতায় নিরীহ নিরপরাধ মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। পরাশক্তি গুলোকে বিভিন্ন ইস্যুতে উত্তেজিত করা হচ্ছে।
- কালেক্টেড ৪র্থ pdf বই ডাউনলোড
- হাদীছ জালিয়াতির স্বরূপ pdf বই ডাউনলোড
- হালাল বিনোদন pdf বই ডাউনলোড
- মুসলিম মিডিয়া নির্বাচিত লেখা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- মুসলিম মিডিয়া নির্বাচিত লেখা ৩য়-খন্ড pdf বই ডাউনলোড
মিডিয়াগুলো শুধু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতেই উসকে দেয় না; বরং যুদ্ধ শেষে যুদ্ধের বৈধতা প্রমাণ করতে মিডিয়াই সর্বাত্মক চেষ্টা চালায়। একটি মুসলিম দেশ ধ্বংস হলে পরবর্তী মুসলিম দেশ ধ্বংস করার অভিযান শুরু করে। আফগানিস্তানের পর ইরাক, ইরাকের পর ইরান এভাবেই চলবে একের পর এক মুসলিম দেশ ধ্বংসের তান্ডব।
ইহুদী নিয়ন্ত্রিত মিডিয়া যা চাচ্ছে তা-ই হচ্ছে। ইহুদীরা বিশ্বের সকল মুসলমানকে নিশ্চিহৃ করার জন্য, ইসলামের আলো নিভানোর জন্য মিডিয়া আগ্রাসন চালাচ্ছে । আর এতে সহযোগিতা করছে মুসলিম বিশ্বের মুসলিম নামধারী কিছু ইসলামবিরোধী লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবি।
মিডিয়া মানে গণমাধ্যম। বই-পুস্তক, পত্র-পত্রিকা, রেডিও টেলিভিশন সবেই গণমাধ্যম। অর্থাৎ যাকে অবলম্বন করে কোন তথ্য, ধারণা, শিক্ষা ও বিনোদন ব্যাপক জনগোষ্ঠীর কাছে পৌঁছানো হয়, তাই মিডিয়া। আগ্রাসন মানে বিনা উস্কানিতে বৈরী আচরণ, বিনা প্ররোচনায় আক্রমণ, হামলা, বিবাদ বা যুদ্ধের সুত্রপাত ইত্যাদি। আগ্রাসন বলতে আমরা বুঝি, মিডিয়ার সহায়তার মিথ্যা, বানোয়াট, মনগড়া, উসকানিমূলক তথ্য-বক্তব্য পরিবেশনের মাধ্যমে কোন দেশ জাতি বা জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধের সুত্রপাত করা
এ আক্রমণ, এ যুদ্ধ হতে পারে যে কোন ধরণের মিডিয়ার মাধ্যমে। হতে পারে রেডিও, টিভি ও সংবাদপত্রে মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে, হতে পারে কোন জাতির চিন্তা-চেতনা ও মূল্যবোধ-পরিপন্থী অনুষ্ঠানমালা প্রচার করে, হতে পারে চলচ্চিত্র, নাকট ও আবৃত্থির মাধ্যমে, হতে পারে সভা-সেমিনারে মিথ্যা বক্তব্য দিয়ে, হতে পারে বিজ্ঞাপন, সংগীত ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে এবং হতে পারে তথ্য- প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে।
নিচে পশ্চিমা মিডিয়ার স্বরূপ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইসলামিক হাদিস ফাউন্ডেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 10 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | নজরুল হাফীজ নদভী |
অনুবাদঃ | শহীদুল ইসলাম ফারুকী |