পাগলের মাথা খারাপ pdf বই ডাউনলোড। কেউ যদি বিজ্ঞান নিয়ে একটা বই লিখে আর বইয়ের নাম দেয় ভূতের বাচ্চা আইনস্টাইন! কেউ যদি দর্শন নিয়ে বই লিখে আর নাম দেয় হনুমানের বাচ্চা সক্রেটিস! অবশ্যই সেটা অ্যাক্সেপ্টেবল না। কারণ, নামগুলো স্ব স্ব ক্ষেত্রে একেকটি ব্র্যান্ড হয়ে গেছে। কোনো পণ্ডিত যদি রাজনীতি নিয়ে বই লিখে বইয়ের নাম দিয়ে দেয় …র বাচ্চা জিয়া, তাহলে ভাঙা কোমর নিয়ে হামাগুড়ি দিয়ে হলেও বিএনপির লোকজন রাস্তায় বেরিয়ে আসতে চেষ্টা করবে। আর কোনো কারণে এবং অকারণেই ..র বাচ্চা শেখ মুজিব নাম দিলে তো আর হয়েছেই। লেখকের চৌদ্দগোষ্ঠীর খবর আছে।
নামে কিছুই যায় আসে না আবার অনেক কিছুই যায় আসে। তাই যে যুক্তিতে ভূতের বাচ্চা আইনস্টাইন/ সক্রেটিস/ জিয়া/মুজিব বলা অমার্জনীয় ধৃষ্টতা হবে, সেই যুক্তিতে; বরং তারচেয়েও শক্তিশালী যুক্তিতে ভূতের বাচ্চা সোলায়মান বলাটাও অমার্জনীয় ধৃষ্টতার শামিল… পাগলের মাথা খারাপ বইটি এই প্রেক্ষাপটেই রচিত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
বইয়ের নাম ঠিক করেছিলাম ভূতের বাচ্চা মীরজাফর । ভেবে দেখলাম নামটি কঠিনভাবে ডাইভার্ট হয়ে যেতে পারে। তারপর ভাবলাম নাম দিই ছাগলের বাচ্চা হনুমান। এই নামটিও অ্যাটাকিং মনে হলো। বইয়ের নাম হিশেবে ঠিক পারফেক্ট না। শেষমেশ নাম ঠিক করা হলো পাগলের মাথা খারাপ। নামটি আমার পছন্দ হয়েছে।
‘পাগলের মাথা খারাপ’ – মানে কী! পাগলের কি আবার মাথা ঠিক থাকে নাকি? মাথা খারাপ বলেই তো সে পাগল! শুরুতেই মাথা খারাপ করে লাভ নেই।
আপাতত বেইসিক পার্থক্যটা জেনে রাখা যাক। সব মাথাখারাপই পাগল; কিন্তু সব পাগলের মাথা খারাপ থাকে না । এখানে ‘পাগল’ বলতে বিশেষ কোনো ব্যক্তিকে মিন করা হয়নি। কেউ কারও সাথে মিলিয়ে ফেললে অথবা সংশ্লিষ্ট কারও সাথে গুলিয়ে ফেললে লেখকের কিছু করার নেই । পাগলের মাথা খারাপে পাগল বিশেষ কেউ না, আবার তাঁরা সকলেই—যারা পাগলামি করেন ।
পাগলের মাথা খারাপ বইটি ডক্টর জাফর ইকবালের বিতর্কিত নামকরণে দূষিত বই ভূতের বাচ্চা সোলায়মান’র প্রেক্ষাপটে রচিত। কিন্তু এটাও ভাবার দরকার নাই যে, এটি জাফর ইকবালের বইয়ের কাউন্টার হিশেবে লেখা। বিতর্কিত বই ভূতের বাচ্চায় জবাব দেওয়ার মতো আপত্তিকর তেমন কিছু আমার চোখে পড়েনি। সমস্যা হলো নামে। সেদিকটাই আলোচনায় নিয়ে আসা হয়েছে।
নিচে পাগলের মাথা খারাপ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সাহিত্য বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 14.23 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | রশীদ জামিল |
বইয়ের অনুবাদকঃ |