পিতা ইব্রাহীম আঃ
পিতা ইব্রাহীম আঃ pdf বই ডাউনলোড। পৃথিবী জ্বলছে অবিশ্বাস, অপ্রেম আর অমানবতার সর্বনাশা আগুনে। এ আগুন নেভাতেই হবে। নাহলে পুড়ে ছাই হয়ে যাবে আমাদের এই সাধের প্রবাস। যেখানে নেই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা।, নেই মানবপ্রেম,ভ্রাতৃপ্রেম-সেখানে কী হতে পারে আর? দ্বীন? দুনিয়া?
অসহায় মানবতা। তুমিতো দলিত। নেস্পষিত। রক্তিত। বাচঁবার পথ কি জানো না? শোনোনি আল্লাহ পাকের অমোঘ বাণী-অমা আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন বিশ্বসমূহের প্রতি তোমাকে রহমতরূপে নির্বাচন করা হয়েছে। সেই রহমতের নবী মোহাম্মদুর রসুলুল্লাহ স. এর পথে সমর্পিত হও। যদি বাচতেঁ চাও। বিকশিত হতে চাও।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভুল সংশোধন pdf বই ডাউনলোড
- আল্লাহ প্রেমের সন্ধানে pdf বই ডাউনলোড
- আহকামে কুরবানী pdf বই ডাউনলোড
- জাহান্নামের বর্ণনা pdf বই ডাউনলোড
- আল ইজমা pdf বই ডাউনলোড
সমস্ত নবীগণের ইমাম আমাদের প্রিয়তম নবী হযরত মুহাম্মদ সাঃ এর উম্মত আমরা। আমাদের শরীয়তের অধিকাংশ বিধান হযরত ইব্রাহিম আঃ এর শরীয়ত থেকে নেয়া হয়েছে। হজ্ব এবং কোরবানীর মতো এরকম অনেক বিধানের মাধ্যমে আজও আমরা বহন করে চলেছি আমাদের জাতির পিতার আধ্যত্মিক উত্তারাধিকার। মহাবিপ্লবী পিতা ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল (বন্ধু)। এই বিশাল মর্যাদার লাভের মুলে তারঁ প্রধানতম আমল ছিলো- আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব,আল্লাহর ওয়াস্তে শত্রুতা।
আল্লাহর প্রেমের আগুন যারা বুকে ধরে রাখেন
নবী রসুলগণই মানবতার প্রকৃত আপনজন । দয়ার্দ্র চিকিৎসক । প্রেমময় শুশ্রুষাকারী তাদের সম্পর্কে উদাসীন হে মূঢ় মানবতার- জানে না, অন্তরে আল্লাহ প্রেমের অনিবার্ণ আগুন যারা বুকে ধরে রাখেন সেই নবী ইব্রাহীম আ. এর মতো মহান মানুষগণের পায়ের নিচে বার বার নিভে গিয়েছে।
অবিশ্বাসী নমরুদ সম্প্রদায়ের লেলিহান অগ্নিকুন্ড। প্রেমের পথই মুক্তি পথ। সমর্পণের পথই শান্তির পথ। এসো। অন্তর পোড়াই জ্বলি। জ্বালাই সবাইকে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত প্রতিনিধি কোনো কামেল মোকাম্মেল মোর্শেদের তত্ত্ববধানে শুরু করি আল্লাহ-স্বরণের, আল্লাহ-প্রেমের আগুন প্রজ্জ্বলনের কাজ। মানবতার উস্থান বিকাশ ও সফলতা এই পথেই।
নিচে পিতা ইব্রাহীম আঃ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া বইয়ের ধরণঃ পিতা ইব্রাহীম আঃ জীবনী বইয়ের সাইজঃ 8.28 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ বুলবুল আজাদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ