পুথি সাহিত্যে মহানবী সাঃ pdf বই ডাউনলোড। পাখি বলিতে সাধারণতঃ আরবী, ফারসী ও উর্দু শব্দবহুল ছন্দোবদ্ধ ইসলামী ভাবসমৃদ্ধ বাংলাভাষায় রচিত এক বিশেষ ধরনের কাব্য-সাহিত্যকে বুঝায় । ইহা আমাদের সাহিত্যের এক বিরাট অংশ। ইহা চলতি ভাষায় বা ‘সলিস’ ভাষায় লিখিত। এই ভাষায় লিখিত গ্রন্থ লিকে (ক) প্ৰেমম লক কাহিনী কাব্য (খ) বীরত্বমমূলক কাহিনী কাব্য (গ) ইসলাম মঙ্গল কাব্য (ঘ) সংস্কার ও শিক্ষামমূলক কাব্য (ঙ) ধর্ম গ্রহের অনবাদ (6) তক’- মূলক গ্রন্হ (ছ) ফকীরী বা দেহতত্ত্ব (জ) ভৈষজ্য চিকিৎস।
(ঝ) মন্ন চিকিৎসা (ঞ) সফীতত্ত্ব (ট) ইতিহাস (ঠ) ঐতিহাসিক কাব্যোপন্যাস (ড) জীবন চরিত (ঢ) জীবন চরিতের ছার। (ণ) প্রহসন এবং (ত) ফলিত জ্যোতিষ প্রভৃতিতে বিভক্ত করা যায়। জীবন-চরিত-মলক গ্রন্হ- গলিতে মহানবী (সাঃ), সাহাবাগণ (রাঃ) ও আউলিয়া-উলামাগণের জীবনী দেখিতে পাওয়া যায়। অবশ্য এই সমস্ত জীবনী বিশেষ সতর্কতার সহিত লিখিত হয় নাই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
বাংলা কাব্যে হজরত মোহাম্মদ (সাঃ)-এর প্রসঙ্গ আসিয়াছে নানা ঐতি- হাসিক সংগ্রে। পংখি তথা আখ্যানকাব্য ও আধুনিক বাংলা কাব্যে রসংল প্রসঙ্গের বিচিত্র রূপে যেন কাব্যরাজ্যের সর্বত্র বিরাজিত। আখ্যান তথা পথি সাহিত্যে হজরতের জীবন কাহিনী বর্ণনা এবং চরিত্র-চিত্রণের ব্যাপারে বাংলার কবিরা আরবী এবং ফারসী কাহিনী কাব্যের ঐতিহ্যকেই গ্রহণ করিয়াছেন।
কারণ সাধারণ মানষের মত নবী-জীবনকে উপজীব্য করিয়। আখ্যানকাব্য রচনার ধারাটি ইতিপর্বে আরবী ও ফারসী সাহিত্যে সংপ্রচলিত ছিল। আরবী ফারসী রোমান্টিক কাহিনী কাব্যের অনবাদ সংত্রে বাংলার কবিরা নবী কাহিনী অনুবাদের প্রেরণা লাভ করেন। আরবী- আখ্যান কাব্য ‘কাসাসংল আম্বিয়া’র আদলে ইহার বাংলা রূপান্তর ‘কাসাসলে আম্বিয়া’ পাখি। আবির৷ কাহিনী রচনার আমাদের পথি সাহিত্যিকগণ সর্বত্র সরাসরি আরবীর দ্বারস্থ হন নাই, অনেক ক্ষেত্রে স্তারবী বা ফারসী কাহিনীর উদ, রপান্তরের অন-পাথি সাহিত্যে মহানবী (সাঃ)
সরণ করিয়াছেন।
ফলে রূপান্তরিত কাহিনীতে কোথাও কোথাও প্রক্ষিপ্ত রচনা আত্মগোপন করিবার সংযোগ পাইয়াছে। আবার ইহাও সত্য যে অন- দিত আম্বিয়া কাহিনীতে দেশজ রূপরীতি এবং ধ্যান-ধারণার প্রতিফলন ঘটিয়াছে। ফলে অম্বিরা কাহিনীর শাখা-প্রশাখায় এমন সব কাহিনীও সংযোজিত হইয়াছে যাহার চরিত্র মূলতঃ মানবীয় হইলেও অনেক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ। মধ্য যগের মসলমান কবিরাও নবী-কাহিনী ও অন্যান্য আখ্যান আরবী-ফারসী উদ” কাব্যের অনঃসরণে রচনা করেন।
নিচে পুথি সাহিত্যে মহানবী সাঃ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | তাওহীদ পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.16 MB |
প্রকাশ সাল | ১৯৯২ সাল |
বইয়ের লেখকঃ | মোঃ আবুল কাসেম ভূঞা |
বইয়ের অনুবাদকঃ |