প্যারেন্টিং pdf বই ডাউনলোড। আমরা মা-বাবারা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কত কষ্টই না করে যাচ্ছি। কিন্তু বাস্তবে দেখা গেছে যে সঠিক দিক নির্দেশনার অভাবে অনেক ছেলেমেয়েরাই-মা-বাবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরকম অনেক ঘটনাই ঘটেছে যে সন্তানদের উপর সঠিক সংশোধন প্রক্রিয়া প্রয়োগ না করার কারণে সন্তান মা-বাবার অবাধ্য হয়ে গেছে।
এসব পরিস্থিতিতে বিরাশ হওয়া যাবে না। অবশ্যই প্রত্যেকটা সমস্যার একটা সুষ্ঠ সমাধান রয়েছে। এসমস্যার মূল কারণ কী এবং তার সমাধান কিভাবে করা যাবে তা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমাদের ১২ বছরের চিন্তা ও গবেষণার ফলাফল এ বইটিতে উপস্থাপন করার চেষ্টা করেছি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- প্যারেন্টিং pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইসলামের রাজনৈতিক চিন্তা pdf বই ডাউনলোড
- পরকালের প্রস্তুতি pdf বই ডাউনলোড
- লেখা সংকলন 8 pdf বই ডাউনলোড
এই বইটিতে কোন Theory বা তত্ত্বকথা আলোচনা করা হয়নি, বরং সব practical তথা বাস্তবধর্মী বিসয় আলোচনা করা হয়েছে। বাস্তব অভিজ্ঞতার আলোকে একের পর এক ঘটনা তুলে দরে তার একটি সঠিক সমাধান বের করার চেষ্টা করা হয়েছে।
সূরা মুনাফিকুন এর ৯ নং আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলেছেন:- অর্থাৎ- “মু’মিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান -সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে ফিরিয়ে না রাখে। আবার সূরা আত-তাগাবুন এর ১৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেনঃ তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষা স্বরূপ, আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার।
এই আধুনিক যুগে আমার সন্তানকে কিভাবে মানুষ করবো?
সন্তান-সন্ততির ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কত কিছুই না করছি। আর সেই সন্তান যদি সত্যিকার অর্থে ”মুসলিম” না হয় তাহলে আমাদেরকে আখিরাতের ময়দানে কঠিন জবাবদিহি করতে হবে এবং এই সন্তানই কিয়ামতের দিন তার মা-বাবার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাই আমরা যেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে একমুখী (One-way)চিন্তা না করি ।
আমরা যদি এই বইটি থেকে প্রকৃতভাবে উপকৃত হতে চাই তাহলে বইটি একবার পড়েই যেন রেখে না দেই। একটা কষ্ট হলেও বইটি কয়েকবার মনোযোগ দিয়ে পড়ি এবং বোঝার চেষ্টা করি। সে বিষয়গুলো পাঠকের কাছে জরুরী বলে মনে হয় সেগুলো লাইলাইটার পেন দিয়ে হাইলাইট করি। বিষয়গুলো গভীরভাবে চিন্তা করি এবং অন্যদের সাথে ও শেয়ার করি। যদি আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে প্যারেন্টিং pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | দাম্পত্য বিষয়ক |
বইয়ের সাইজঃ | 10.0 MB |
প্রকাশ সালঃ | ২০০৬ সাল |
বইয়ের লেখকঃ | আমির জামান-নাজমা জামান |
অনুবাদকঃ |