প্রতিদিনের নেক আমল pdf বই ডাউনলোড। হে আল্লাহ. আমি আপনার কাছে আপনার খাস রহমত প্রার্থনা করছি, যা দ্বারা আপনি আমার দিলকে হিদায়াত নসীব করুন, আমার কাজকে সহজ করে দিন, আমার পেরেশানী দুর করে দিন, আমার অনুপস্থিত বিষয়গুলিকে তত্ত্ববধান করুক।
আমার উপস্থিত বিষয়াদিতে উন্নতি ও সম্মান দান করুন, আমার আমলকে (শিরক ও রিয়া হইতে) পাক করে দিন, আমার অন্তরে এমন কথা ঢেলে দিন যা আমার জন্য সঠিক ও উপযোগী, আমি যা ভালোবাসি আমাকে তা দান করুন, এবং উক্ত রহমত দ্বারা আমাকে সর্বপ্রকার অনিষ্ট থেকে হেফাজত করুন।
আরও দেখুনঃ নারী শিক্ষা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি pdf বই ডাউনলোড
হে আল্লাহ, আমাকে এমন ঈমান ও একীন নসীব করুন যার পর আর কোন প্রকার কুফর না থাকে এবং আমাকে এমন রহমত দান করুন যা দ্বারা আমার দুনিয়া ও আখেরাতে আপনার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক স্থান লাভ হয়। হে আল্লাহ, আমি আপনার কাছে ফয়সালা ও সিদ্ধান্তের বিশুদ্ধতা, শহীদদের ন্যায় মেহমানদারী, ভাগ্যবানদের ন্যায় জীবন এবং শত্রুর মোকাবিলায় আপনার সাহায্য প্রার্থনা করছি।
আমাদের জন্য কি কি আমল রয়েছে প্রতিদিন।
হে আল্লাহ, আমি আপনার নিকট আমার প্রয়োজন পেশ করছি, যদিও আমার বুদ্ধি অপূর্ণ ও আমার আমল দুর্বল, আমি আপনার রহমতের মুখাপেক্ষী। হে কার্যসম্পাদনকারী ও অন্তরসমূহের শেফাদানকারী, আপনি যেমন আপন কুদরত দ্বারা সমুদ্রগুলি পৃথক করে রাখেন।
আরও দেখুনঃ নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা pdf বই ডাউনলোড
একটিকে অপরটি থেকে (লোনাকে মিষ্টি থেকে এবং মিষ্টিকে লোনা থেকে) তেমনি আমাকে দুরে রাখুন দোযখের আযাব হতে যা দেখে মানুষ হায় হায় করতে আরম্ভ করে এবং আমাকে দুরে রাখুন কবরের আযাব থেকে। হে আল্লাহ, যে কল্যাণ পর্যন্ত আমার জ্ঞান বুদ্ধি পৌঁছতে পারেনি এবং আমার আমল উহা অর্জন করতে দুর্বল এবং আমার নিয়তও সে পর্যন্ত পৌঁছেনি এবং আমি আপনার কাছে সেই কল্যাণ সম্পর্ক আবেদনও করিনি যাহা ।
আপনি আপনার মাখলুক হতে কোন বান্দার সঙ্গে ওয়াদা করেছেন অথবা এমন কোন কল্যাণ যা আপনি আপনার কোন বান্দাকে দেয়ার ইচ্ছা করেছেন, আমিও আপনার কাছে আপনার রহমতের উছিলায় সেই কল্যাণ প্রত্যাশা করি হে সমস্ত জগতের পালনকর্তা। হে আল্লাহ, আপনি দৃঢ় অঙ্গীকারকারী ও নেক কাজের মালিক, আমি আপনার কাছে শাস্তির দিনে নিরাপত্তা ও কেয়ামতের দিন ঐ সমস্ত লোকদের সঙ্গি হয়ে জান্নাত প্রার্থনা করছি।
আরও দেখুনঃ নেক সুরতে শয়তানের ধোঁকা pdf বই ডাউনলোড
নিচে প্রতিদিনের নেক আমল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সাহাবা পাবলিকেশন্স বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 10.1 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ মোঃ খায়রুনজাহান খান হেলাল অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ