প্রসিদ্ধ মসজিদ ইমাম আলিম সংকলন
প্রসিদ্ধ মসজিদ ইমাম আলিম সংকলন pdf বই ডাউনলোড। শিরক-বিদআত সামাজিক প্রতিক্রিয়াশীল জঘন্য অপরাধ। ঈমান মুসলমানের প্রাণ। শিরক-বিদআত এ প্রাণ হরণের চাকচিক্যময় উপাদান। শিরক জুলমে আজীম। বিধাতার বিরুদ্ধে বিদ্রোহ। বিদআত শাররুল-উমুওর। সবচে নিকৃষ্ঠ তৎপরতা। সুষ্পষ্ট দালালাহ।
ধর্মনিরপেক্ষা বকধার্মিকেরা সমাজে শিরক-বিদআতে লিপ্ত। বর্তমানে বৃহত্তর চট্টগ্রামের এক নম্বর সমস্যা শিরক-বিদআতের বাঁধভাঙ্গা সয়লাব। হক্কানী রব্বানী আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে তাওহীদ, রেসালাত ও আখেরাতের সঠিক শিক্ষা জন সম্মুখে তুলে ধরলে সমাজে হাটুঁ গেড়ে বসা রকমফের শিরক-বিদআতের মুলো?পাটন সম্ভব।
আরও দেখুনঃ অধ্যাপক গোলাম আযমের সংগ্রামী জিবনী pdf বই ডাউনলোড
কুপমন্ডুকে ধারণা, সংকীর্ণ চিন্তা-চেতনা ও দায়গ্রস্ত মস্তিস্ক প্রসূত আইনে তাবৎ সামাজিক অনাচার ও ভ্রান্ত বিশ্বাস বিদুরিত করা সম্ভবপর নয়। ইসলামী মল্যবোধে বিশ্বাসী ক্ষমতাসীন সরকার কুরআন-সুন্নাহর আলোকে সমাজ গঠন করলে সবধরণের কুসংস্কার ও ধেয়ে আসা চরিত্র বিধ্বংসী আকাশ সংস্কৃতি থেকে মানুষ মুক্তি পেতে পারে বলে প্রত্যাশা রাখেন।
আওলাগে রসুল সাইদ্যেদ খতীব।১৯৫৬ সালে ঢাকা শহরের তিনি জন্ম গ্রহন করেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর একত্রিশতম আওলাদ। তারঁ পিতা মরহুম সাইয়্যেদ তাহের আহমদ জাবিরী আল মাদানী একজন জগৎ বাছা আলেমে দ্বীন ও বুজুর্গ ছিলেন।
আরও দেখুনঃ অযাহাক্বাল বাতিল pdf বই ডাউনলোড
জানা যায়, মসজিদে নববী শরীফের বাবুস সালামের ছাহা মহল্লাম ৫৫২১০ নং বাড়িতে ১৯০৭ সালে তিনি জন্ম গ্রহণে করেন। পিতা আহমদ জাবিরীর কাছেই তারঁ পড়াশোনার হাতে খড়ি। মদিনায় চরম দুর্ভিক্ষ দেখা দিলে আহমদ জাবিরী তাবুকে হিজরত করেন।
সেখানে অবস্থানের কিছু দিন পর তাহের জাবিরী তার একমাত্র বোন এবং পর পর বাবা ও মাকে হারান। এভাবে তিনি এতিম হয়ে পড়লে তথাকার একজন নিঃসন্তান বিত্তশালী মহিলা তার পালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন। সুযোগ্য উস্তাদের মাধ্যমে হাদিস; ইলমে নাহও ও ফিকাহ শাস্ত্র শিক্ষা দেন।
আরও দেখুনঃ অযু ব্যতীত কুরআনুল কারীম স্পর্শ pdf বই ডাউনলোড
নিচে প্রসিদ্ধ মসজিদ ইমাম আলিম সংকলন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সমকাল একাডেমী বইয়ের ধরণঃ ইমাম ওলামাদের জন্য সংক্ষিপ্ত জিবন বইয়ের সাইজঃ 5.96 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ রায়হান আজাদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ