প্রাচ্যবিদদের দাঁতের দাগ pdf বই ডাউনলোড। ইসলাম যখন কথা বলে. পশ্চিমা সভ্যতার সব কথা আপন ঠিকানায় ফিরে যায়। দৃষ্টিবানরা দেখে, সেই ঠিকানার নাম জাহিলিয়াত। স্পষ্ট হয় জীবন সম্পর্কে ইউরোপীয় বোধ ও দৃষ্টিভঙ্গির অসারতা। প্রদর্শিত হয় তাদের চিন্তাধারা ও জীবনাচারের ভাঁজে ভাঁজে ছড়ানো মিথ্যা। প্রমাণিত হয় তাদের প্রবৃত্তিপূঁজারী সংস্কৃতির দেওলিয়াত্ব। উন্মোচিত হয় ধর্মের নামে উন্মোচিত হয় ধর্মের নামে স্বেচ্ছাচারি যাজকতন্ত্রের মুখোশ।
এজ অব ডার্কনেসের সে বর্বরতায় সমাচ্ছন্ন ছিলো তাদের জীবন, ইসলাম এর উৎসাদন নিশ্চিত করেছে। ত্রিত্ববাদের যে চিন্তাধারা তাদের ধর্মজীবনকে লাঞ্ছিত করছিলো, তাওহীদের দীক্ষা দিয়ে ইসলাম তার অবসান কামনা করেছে। যে শাসকশ্রেণী অধিনস্ত সকল মানুষের প্রভু সেজে বসেছিলো। তাদের চাপিয়ে দেয়া দাসত্ব থেকে মানুষের মুক্তি চিশ্চিত করার জন্য যুদ্ধ করেছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল হিদায়া ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- মৃত্যুর সময় pdf বই ডাউনলোড
- বিবাহের মাসায়েল pdf বই ডাউনলোড
- বারমুডা এবং দাজ্জাল pdf বই ডাউনলোড
- তানভির আহমেদের নির্বাচিতলেখা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
তাদের দি হোলি রোমান এম্পায়ার এর আধিপত্যের অবসান ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্য থেকে উৎখাত করেছে যাজক ও শাসকশ্রেণীর স্বেচ্ছাচারের সাম্রাজ্য। তারপর দূরপ্রাচ্যেও তাকে ছাড়া করেছে। তিষ্ঠাতে দেয়নি আফ্রিকায়। পিছু ধাওয়া করে চলে গেছে ইউরোপে। স্পেনে প্রতিষ্ঠা করেছে এমন সাম্রাজ্য, যার প্রভাব ও প্রতাপে সন্ত্রস্থ ইউরোপের কায়েমী মহল। যার আলো উচ্ছ্বাসে ভেঙে পড়ছে অন্ধকারের প্রাচীর।
মুসলিম বিজয়স্রোত ভাসিয়ে নিতে চায় বাকি ইউরোপ। সিসিলি, দক্ষিণ ফ্রান্সসহ বহু এলাকা মুসলিম অধিকারে। মুসলিমদের অব্যাহত অগ্রযাত্রা ইউরোপের পতনাশংকা স্পষ্ট করে তুললো। নিজেদের শেষ চেষ্টা হিসেবে ফ্রান্স-জার্মানী সম্রাট চার্লস মোটেলের নেতৃত্বে চুরসের যুদ্ধে অবতীর্ণ হলো।
৭৩২ সালে সংগঠিত এ যুদ্ধে, প্রথমদিকে মুসলমানদের প্রাধান্য থাকলেও পরে জিতে যায় খ্রিষ্টানরা। এ জয়ের গুরুত্ব সম্পর্কে উইলিয়াম ম্যুর তার “The Caliphate,k its decline and Fall”গ্রন্থে লিখেন- খ্রিস্টান ধর্মের ভাগ্য সেদিনের ফলাফলের উপর ঝুলছিলো। ইশ্বরের আশীর্বাদে খ্রিস্টধর্ম পতনের হাত থেকে রক্ষা পেলো। এই ইসলামের ইতিহাস বইটি আরও পড়তে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে প্রাচ্যবিদদের দাঁতের দাগ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | মুসলিম ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 50.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মূসা আল হাফিজ |
অনুবাদকঃ |