প্রিয় নবী সাঃ নূরের সৃষ্টি pdf বই ডাউনলোড। -নিশ্চয় নূরে মুহাম্মাদী () কে আল্লাহর নূর হতে সৃষ্টি করা হয়েছে ।” তবে নবীজি আল্লাহর কেমন নূর সে প্রসঙ্গে তিন ব্যাখ্যাও উল্লেখ করেন এভাবে-
قَالَ الزُرْقَانِيُّ فِي شَرْحِ الْمَوَاهِبِ عِنْدَ شَرْحِ قَوْلِهِ مِنْ نُورِهِ إِضَافَةً تَشْرِيفَ
-“ইমাম জুরকানী (র) এ হাদিসের তাঁর নূর হতে এর ব্যাখ্যায় বলেন এটি সম্মানের জন্য আল্লাহর দিকে নবীজি নিজের নূরকে নিসবত করেছেন।” নবীজি নূরের সৃষ্টি প্রমাণে তিনি দীর্ঘ এক পৃষ্ঠা হতেও বেশী আলোকপাত করেছেন। তবে যারা চোখ থেকেও অন্ধ তাদেরকে তো দেখানো সম্ভব নয় ।
৪.রাসূল (স)’র সৃষ্টি বিষয়ে মাওলানা আশরাফ আলী থানবী’র দৃষ্টিভঙ্গি : দেওবন্দের ওলামাগণ যাকে হাকিমুল উম্মত উপাধিতে ভূষিত করে থাকেন তিনি হলেন মাওলানা আশরাফ আলী থানবী (মৃত.১৩৬২হি.)। মাওলানা আশরাফ আলী থানবী সাহেব এর অন্যতম সিরাত গ্রন্থ “নশরুত্তীব ফি যিকরেন্নাবিয়িল হাবিব” এর ২৫ পৃষ্ঠায় রাসূল (সঃ) নূরের সৃষ্টি মর্মে একটি অধ্যায় রচনা করেছেন ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
১ তিনি এ অধ্যায়ে হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী (রাঃ) হতে বর্ণিত ইতিপূর্বের আব্দুল হাই লাখনৌভির বর্ণনায় যে হাদিসটি বর্ণনা করেছি সেটি হুবহু উর্দুতে বর্ণনা করেছেন । তারপরও আমি প্রথম অংশটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাই । তিনি প্রথমে যে অধ্যায়টি রচনা করেছেন তা হলো-
نور محمدی صلى الله عليه وسلم کے بیان میے -“নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা ।”৩২
-“প্রথম মুসলমান বলতে এদিকেও ইঙ্গিত করা হতে পারে যে, সমগ্র সৃষ্টির মধ্যে সর্বপ্রথম রাসূলে করীম (স) এর নূর মোবারক সৃষ্টি করা হয়েছে । তারপর সকল আসমান যমিন এবং সকল সৃষ্টি অস্তিত্ব লাভ করে । যেমন একটি হাদীসে ইরশাদ হয়েছে, সর্বপ্রথম আল্লাহ তা’য়ালা আমার নূর সৃষ্টি করেছেন । (তাফসীরে রুহুল মায়ানী)”” উক্ত তাফসীর বাংলায় অনুবাদ করে সৌদি সরকার ফ্রি দিয়েছিলেন । এ গ্রন্থটি বাংলায় রুপকার করেন মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান ।
বাংলা (বিনামূল্যে দেয়া) মা’রিফুল কোরআনের ৪২৮ পৃষ্ঠায় দেখুন হুবহু এরকম বর্ণনা পাবেন ইনশাআল্লাহ আমাদের আকিদা হলো নবি পাক (দ.) নূরের বাশার ছিলেন । এ প্রসঙ্গে মুফতি শফি তার উক্ত তাফসিরে সুরা আত্-তাগাবুনের ৬ নং আয়াতের ব্যাখ্যায় শুরুতেই লিখেন-“রসূল () নূর হলেও মানব হতে পারেন । তিনি নূরও এবং মানবও।
-মোট কথা হলো সমস্ত কায়েনাত বা আলম হাকীকতে মুহাম্মদী তথা নূরে মুহাম্মদী থেকে সৃষ্ট । যেমন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যদি আপনি না হতেন তবে আমি সকল আসমান যমীন কিছুই সৃষ্টি করতাম না। রাসূল (স) এর বাণী : মহান আল্লাহ তা’য়ালা সর্বপ্রথম আমার নূর মোবারক সৃষ্টি করেছেন এবং আরও বলেন, আমি নবীদেরও নবী।
নিচে প্রিয় নবী সাঃ নূরের সৃষ্টি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আল মদিনা প্রকাশনী |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ বিষয়ক |
বইয়ের সাইজঃ | 10.00 MB |
প্রকাশ সাল | ২০১৫ সাল |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ শহিদুল্লাহ বাহাদুর |
বইয়ের অনুবাদকঃ |