ঈমানী মৃত্যু
ঈমানী মৃত্যু pdf বই ডাউনলোড। موت তিনটি অক্ষরের একটি শব্দ । মীম, ওয়াও , তা – মাওত । বাংলা অর্থ – মরে যাওয়া , ধ্বংস হয়ে যাওয়া, সমাপ্তি ঘটা ইত্যাদি । পরিভাষায় যে বস্তুর মাধ্যমে মিানুষের দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটে কবরের জীবন শুরু হয় , তাকে মাওত বা মৃত্যু বলে ।
ইন্তেকাল শব্দটি দ্বারা ও মৃত্যুকেই বুঝানো হয় । انتقال শব্দটিنقل থেকে । نقل অর্থ স্থানন্তর করা , এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া , যেহেতু মৃত্যুর মাধ্যমে মানুষ দুনিয়া থেকে কবরে স্থানান্তর হয় তাই তাকে انتقال বলে । দুনিয়ার জীবনে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায় ।
আরও দেখুনঃ কালিমার মর্মকথা pdf বই ডাউনলোড
কেউ বিদেশ ও চলে যায় । তাকেক ইন্তেকাল বলে না কেননা এ পৃথিবীতে যত দূরেই মানুষ যাক না কেন , সেভান থেকে ফিরে আসার সম্ভাবনা থাকে , টেলিফোনে কথা হয় , মোবাইলে , চিঠিপত্রে খবর পাওয়া যায় , সুখ- দুঃখ জানা যায় , কিন্তু ঘরের কাছে কবর সাড়ে তিন হাত মাটির নিচে একবার কেউ চলে গেলে সুখ-দুঃখ জানা যায় না।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে ইমানি মৃত্যু দান করুন। সেই অনুযায়ী আমল করতে হবে ইনশাআল্লাহ।
মোবাইলে অথবা ফোনে খবরও পাওয়া যায় না , আর কিয়ামতের ময়দানে উঠার আগে ফিরে আসার ও কোন সম্ভাবনা নেই । এ কারনে তাকে বলা হয় ইন্তেকাল । হায়াত ও মাওতের সৃষ্টি এখানে দুটি শব্দ , একটি হায়াত অপরটি মাওত । কেন সৃষ্টি করা হলো ? কে সৃষ্টি করলেন ?
আরও দেখুনঃ ঈসা নবির প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময় তাকেই আরবিতে হায়াত বলে । যে জিনিসের দ্বারা দুনিয়ার হায়াতের সমাপ্তি ঘটে তাকে মাওত বলে । আল্লাহর অতি আশ্চর্যজনক সৃষ্টি হলো হায়াত এবং মাওত । এ দুটি সৃষ্টির মাঝেই স্রষ্টার পরিচয় পাওয়া যায় । মানুষেরা কিছু বানায় ্ তাই মানুষেরা খালেক নয় ।
কিচ্ছু না থেকে যিনি সৃষ্টি করেন তিনি হলেন খালেক , বানানে ওয়ালা এ আকাশ একদিন ছিলনা , এ জমিন একদিন ছিলনা , তিনিই সৃষ্টি করেছেন । একই স্রষ্টাই হায়াত এবং মাওত সৃষ্টি করেছেন । কেন করেছেন? পবিত্র কুরআন বলেছেঃ তিনি মহান আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন ,তোমাদেরকে পরিক্ষা করার জন্য কে তোমরা নেক আমলে উত্তম ?(৬৭ নং সূরা মুলক : আয়াত ২)
আরও দেখুনঃ যাকাতের বিধান ২য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে ঈমানী মৃত্যু pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আহসান পাবলিকেশন বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 2.25 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ মাওলানা ফখরুদ্দীন আহমাদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ