প্রিয় প্রেয়সী নারী pdf বই ডাউনলোড। ইসলাম নারীকে কী দিয়েছে? এমন প্রশ্ন বেকার তাদের জন্য, যার সবর্দা ইসলাম মান্য করে চলতে পছন্দ করেন। তারা কখনো এমন প্রশ্নের উত্তর খোজাঁর চেষ্টাই করেন না। আরা যারা ইসলাম বলতেই বোরকা-হিজাবকে পিঞ্জিরাবদ্ধতা আখ্যায়িত করে।
ইসলামান্য নারীকে খাচাঁর বন্দি পাখি মনে, তারাও কখনো ইসলামে নারীকে প্রদত্ত অধিকার- ভালোবাসার কথা শুনতে নারাজ। কিন্তু কথাগুলো শুনতে হবে, শোনাতে হবে। বিশেষত আধুনিক এই সময়ে, প্রযুক্তি ও বিজ্ঞান যখন মানুষের চারপাশ ঘিরে আছে।
আরও দেখুনঃ বজ্রকলম pdf বই ডাউনলোড
আধুনিকতার দোহাই দিয়ে যখন নারীকে নিয়ে আসা হচ্ছে পথের ধুলোয়, তখন নারীকে ইসলাম কী দিয়েছে এ প্রশ্নের জবাব সবারই জানা থাকা প্রয়োজন । মনে রাখতে, প্রতিরোধ কখনো প্রতিপক্ষের আক্রমণকে সমূলে উৎপাটন করতে পারে না। প্রতিপক্ষকে ঘায়েল করতে হলে প্রয়োজন হবে প্রতিঘাতের। তাকে তার দুর্বলতা দিয়ে আঘাত করতে হবে।
তার দুর্বল জায়গা চিহিৃত করে প্রশ্ন করতে হবে আধুনিকতা নারীকে কী দিয়েছে? বর্তমান এ আধুনিক সভ্যতা নারীকে কতোটা সম্মান দিয়েছে? এমন প্রশ্নের জবাব দিতে অপরাগ বর্তমান পশ্চিমা নারীমুক্তির সভ্যতা। কারণ তারা নারীকে কেবল পণ্যই বানিয়েছে। নারীকে তারা কখনো নারী হিসেবে উপস্থাপন করতে পারেনি। নারীকে একটি সেক্সটয় ছাড়া আর কিছু ভাবতে পারেনি।
আরও দেখুনঃ ভয়ানক উট pdf বই ডাউনলোড
সভ্যতা আর আধুনিকতার সকল উপকরণ দিয়ে তারা নারীকে তৈরি করেছে কেবল কীভাবে তাকে আরও ভোগ্য করে তোলা যায়, কীভাবে ভোগের জন্য আরও কমনীয় করা যায়। নারীত্বের আমরাবতী বিশেষণে কখনো তাকে ভাবতে পারেনি আধুনিকতার ধ্বজাধারী পশ্চিমা দুনিয়া। নারী ছোট পোশাক পরে বাইরে বেরুলে সেটাকেই আমরা নারীমুক্তি বলবো?
নারী পুরুষের সঙ্গে একই টেবিলে বসে কাজ করলে সেটাকেই আমরা নারী অধিকার বলে প্রসন্ন হবো? নারীকে প্রকান্ড প্রসাদণ মাখিয়ে দুনিয়অর সামনে উপস্থাপন করলে তাবেই কি সে পুরুষের সমান অধিকারী হয়েছে বলে ধরে নেবো? এ অদ্ভুত স্লোগান কাধেঁ নেয় ঘুরছি আমরা। নারীর নারীত্বের অধিকারের কথা বলে তাকে পৃথিবীর সামনে উপস্থাপন করছি পুরুষের ভোগ্যপণ্য হিসেবে।
আরও দেখুনঃ মা বাবা ও আজকের সমাজ pdf বই ডাউনলোড
নিচে প্রিয় প্রেয়সী নারী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ নবপ্রকাশ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 6.06 MB প্রকাশ সালঃ ২০১৭ ইং বইয়ের লেখকঃ সালাউদ্দীন জাহাঙ্গীর অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ