ফয়যানে মাওলা মুশকিল কোশা pdf বই ডাউনলোড। বদদোয়ার প্রভাবে হঠাৎ আমার একপাশ প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেলো আর আমি মাটিতে হামাগুড়ি দিয়ে চলতে লাগলাম। এই গায়েবী শাস্তি দ্বারা আমার অনেক শিক্ষা হলো এবং আমি কানাকাটি করে সম্মানিত পিতার নিকট ক্ষমা চাইলাম, তিনি আমার উপর দয়া পরবশ হলেন এবং আমাকে ক্ষমা করে দিলেন।
অতঃপর বললেন: বস চলো! আমি যেখানে তোমার জন্য বদদোয়া করেছিলাম এখন সেখানে গিয়ে তোমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবো। এমনকি আমরা পিতাপুত্র উটনীর উপর আরোহন করে মক্কা শরীফে আসছিলাম, পতিমধ্যে হঠাৎ উটনী চমকে উঠলো এবং লাফাতে লাগলো আর আমার সম্মানিত পিতা এর পিঠ থেকে পরে দুইটি পাথুরে ভূমির মাঝখানে মৃত্যুবরণ করলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
১৬) এখন আমি একা হেরেম শরীফে উপস্থিত হয়ে রাত দিন কান্নাকাটি করে করে আল্লাহ তায়ালার নিকট নিজের সুস্থ্যতার জন্য দোয়া করতে থাকি। আমীরুল মমিনীন হযরত সায়্যিদুনা শেরে খোদা আলী মুরতাদ্বা তার শিক্ষণীয় ঘটনাটি শুনে তার উপর বড় দয়া হল এবং বললেন: হে ব্যক্তি! যদি আসলেই তোমার সম্মানিত পিতা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকে, তবে শান্ত হও সব ঠিক হয়ে যাবে।
অতঃপর তিনি لرَّمَ اللَّهُ تَعَالَ وَجْهَهُ الْكَرِيمِ কয়েক রাকাত নামায পড়ে তার সুস্থতার জন্য দোয়া করলেন, তারপর ইরশাদ করলেন: অর্থাৎ “দাড়িয়ে যাও” একথা শুনে সে কোন কষ্ট ছাড়া উঠে দাড়িয়ে গেলো এবং চলতে ফিরতে লাগলো।প্রিয় ইসলামী বোনেরা! আমীরুল মুমিনিন, হযরত সায়্যিদুনা আলীউল মুরতাদ্বা, শেরে খোদা এং এর ফযীলত ও শানের কথা কি আর বলবো, তাঁর তো শানই অনন্য, তিনি সাহিবে সিয়্যাদত, মুহিব্বে আখিরাত, মাহবুবে রাব্বুল ইযযত, বাবে মদীনাতুল ইলম ও শাহ সওয়ারে ময়দানে খেতাবত ছিলেন।
তিনি কোরআন ও সুন্নাত থেকে প্রমাণিত হওয়া মাসআলা সমূহ বের করার অনন্য সক্ষমতা রাখতেন, আনুগত্যশীলদের জন্য প্রদীপ এবং পরহেযগারীদের বন্ধু ছিলেন, ন্যায় বিচারকদের ইমাম এবং সবচেয়ে বেশি জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী ছিলেন, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রফবী যিয়ায়ী তাঁর রচিত “হযরত আলী, এর কারামত” রিসালায় তাঁর পরিচিতি কিছুটা এভাবে বর্ণনা করেন।
নিচে ফয়যানে মাওলা মুশকিল কোশা pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.52 MB |
প্রকাশ সালঃ | ২০১৮ সাল |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |