ফাজায়েলে আমল ৭ম খন্ড
ফাজায়েলে আমল ৭ম খন্ড pdf বই ডাউনলোড। হযরত হাফছা রাঃ এর পর হযরত জয়নব বিন্তে খোজায়েম রাঃ এর সহিত হুজুরে পাক সাঃ এর বিবাহ হয়। তাঁহার প্রথমে স্বামী ছিলেন আবদুল্লাহ বিন জাহাশ রাঃ, যিনি খন্ধকের যুদ্ধে শহীদ হন। কাহারও মতে তাহার প্রথম স্বামী তোফায়েল বিন হারেছ রাঃ। সে তালাক দেওয়ার পর তদীয় ভ্রাতা ওবায়দা বিন হারেছ রাঃ তাহাঁকে শাদী করেন যিনি বদর যুদ্ধে শাহাদাত প্রাপ্ত হন।
অতঃপর হিজরতের একত্রিশ মাস পর রমজান মাসে হুজুর সাঃ তাহাকে নেকাহ রবিউল আউয়াল মাসে তিনি এন্তেকাল করেন। হযরত খাদীজা এবং জয়নব রাঃ হুজুরে পাক সাঃ এর জীবদ্দশায় এন্তেকাল করেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হে আমার মেয়ে pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ৩০তম খন্ড pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ১২তম খন্ড pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ৯ম খন্ড pdf বই ডাউনলোড
হযরত জয়নব রাঃ দাতা হিসাবে বিখ্যাত ছিলেন, এই জন্য ইছলামের পূর্বেও তাহাকে উম্মুল মাছাকীন অর্থাৎ গরীব মিছকিনদের মা বলা হইত। হযরত জয়নব রাঃ -এর পর হুজুর সাঃ হযরত উম্মে ছালমা রাঃ-কে বিবাহ করেন। তাহাঁর পিতার নাম ছিল আবু উমাইয়া । তাহারঁ প্রথম বিবাহ চাচাত ভাই আবু ছালমা রাঃ -এর সহিত হইয়াছিল ।
স্বামী -স্ত্রী উভয়ে প্রথমেই ইসলাম গ্রহন করেন।
স্বামী -স্ত্রী উভয়ে প্রথমেই ইসলাম গ্রহন করেন। কাফেরদের অত্যাচারে জর্জরিত হইয়া প্রথমে তাহারা হাবশায় হিজরত করেন। সেখানে ছেলৈ ছালমা রাঃ জন্ম গ্রহন করেন। হাবশা হইতে ফিরিয়া আবার মদীনায় হিজরত করেন। সেখানে এক ছেলে ওমর দুই কন্যা দাব্বা ও জয়নব জন্ম গ্রহন করেন। ।
আবু ছালমা রাঃ মাত্র দশজনের পর ইসলাম গ্রহন করেন। বদর এবং অহুদ যুদ্ধে শরীক হন এবং অহুদ যু্দ্ধে গুরুতররূপে আহত হন। ক্ষত স্থান না শুকাইতেই অন্য এক অভিযানে শরীক হইয়া ফিরিবার পথে ক্ষতস্থান আবার তাজা হইয়া যায়। ঐ জখমের চতুর্থ হিজরী আটই জমাদিউল আখের তারিখে ইন্তেকাল করেন।
তখন উম্মে ছালমা রাঃ গর্ভবতী ছিলেন । পর জয়নব জন্ম গ্রহন করেন। ইদ্দত পূর্ন হইবার পর হযরত আবুবকর ছিদ্দীক রাঃ বিয়ের প্রস্তাব করেন। তিনি বিবাহ অস্বীকৃতি জানান। অতঃপর হুজুরে পাক সাঃ নিজেই তাহাকে বিবাহ করিবার প্রস্তাব পাঠান ।
নিচে ফাজায়েলে আমল ৭ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ তাবলীগী কুতুব খানা বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 5.92 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মাওলানা মোঃ জাকারীয়া (রহঃ) অনুবাদঃ মাওলানা মোঃ ছাখাওয়াদ উল্লাহডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ