ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত ৮ম খন্ড pdf বই ডাউনলোড। হযরত (রহ.) বললেন, তোমার সহকর্মীদের গিয়ে বলবে, চারটি গোনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, বদগুমানি, বদনজরী, হিংসা-বিদ্বেষ ও অহংকার । হযরতের নসীহত অনুযায়ী আমল করার চেষ্টা করা হয়েছে। এতে আল্লাহর রহমতে অবস্থার উন্নতি পরিলক্ষিত হয়। এভাবে একটি বছর অতিক্রম হলো।
মারকাযের জন্য স্বতন্ত্র জায়গা দ্বিতীয় বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২৫ জন তালেবে ইলম ভর্তি হলো। কিছুদিন পর আমি হারদূয়ী সফরে গেলাম। হযরতওয়ালা (রহ.)-এর সাথে সাক্ষাৎ করে আরজ করলাম, হযরত! আল্লাহ তা’আলার পক্ষ থেকে যেন মারকাযের জন্য একটি স্বতন্ত্র জায়গার ব্যবস্থা হয় সে জন্য দু’আর দরখাস্ত, এতে প্রসন্নতার সহিত কাজ করা যাবে। হযরত বললেন, তোমরা কি খতমে খাজেগান পড়ো না? আমি বললাম, খতমে খাজেগান।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
কী? হযরত (রহ.) তখন আমাকে একটি কাগজ দিলেন, যাতে খতমে খাজেগানের নিয়ম লেখা ছিল। তারপর হযরত (রহ.) খতমে খাজেগানের বরকত সম্বন্ধে স্বীয় অভিজ্ঞতা থেকে সেখানকার একটি ঘটনা শোনালেন, এতে আমি মুগ্ধ হলাম। অতঃপর মারকাযে এসে এ আমল জারি করলাম। খতমে খাজেগানের আমল জারি ছিল, কয়েক মাস অতিক্রম না হতেই এর বরকত প্রকাশ পেতে লাগল।
ইত্যবসরে একজন ভদ্র লোক একদিন আমার কাছে এসে বলল, বসুন্ধরায় আমাদের জায়গা রয়েছে। আমরা বসুন্ধরার মালিকপক্ষ আপনাকে মাদ্রাসা করার জন্য একটি জায়গা দিতে চাচ্ছি, আপনি আমাদের সাথে চলুন, জায়গাটি দেখে নিন। তিনি আমাকে গাড়িতে করে বসুন্ধরায় নিয়ে এসে ওই জায়গা দেখালেন। জায়গাটি ৩.৫ বিঘা পরিমাণ ছিল, তবে একেবারেই অনাবাদ ও নির্জন প্রান্তর ছিল।
আমি তা দেখে ঘাবড়ে গেলাম। অতঃপর আমি বললাম, আপনারা চাইলেও দিতে পারবেন না, আর আমি চাইলেও নিতে পারব না যদি আল্লাহর ইচ্ছা না থাকে। আর আল্লাহর ইচ্ছা থাকলে দেওয়া-নেওয়া উভয়টাই সম্ভব হবে। তো আপনারা আল্লাহর নিকট দু’আ করেন, আমিও দু’আ করব। যদি আল্লাহ মঞ্জুর করেন, তাহলে ইনশাআল্লাহ হবে। এ কথাবার্তার পর কয়েক মাস এমনিতেই অতিবাহিত হয়ে গেল ।
নিচে ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত ৮ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ফকীহুল মিল্লাত ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক বই |
বইয়ের সাইজ | 25.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান |
বইয়ের অনুবাদকঃ |