ফালি ফালি করে কাটা চাদঁ pdf বই ডাউনলোড। বুঝতে পারছিলাম এর পর জীবন আর আগের মতো থাকতে পারে না। অন্য কেউ বদলে দেবে আমার জীবন, তা নয়; আমিই জীবনকে আর আগের মতো থাকতে দিতে পারি না, বুঝতে পারছিলাম., বদলে দিচ্ছি আমিই; যখন ঘটনাটি ঘটছিলো উপভোগ করার থেকে বেশি করে আমি ভাবছিলাম আমার জীবনের কথা, তার বদলে যাওয়ার কথা’ টুকরো টুকরো অতীত দেখতে পাচ্ছিলাম।
জোনাকির মতো ওগুলো উড়ছিলো, ভবিষ্যৎ ঠিক দেখতে পাচ্ছিলাম না, দেখতেও চাচ্ছিলাম না, শুধু বুঝতে পারছিলাম ঘটনাটি বদলে দিচ্ছে আমার জীবনকে, জীবন বদলে যাচ্ছে, ঘটনাটি দিয়ে আমি বদলে দিচ্ছি আমার জীবন এই প্রথম আমি জীবন বদলে যাওয়ার প্রক্রিয়া চোখের সামনে দেখতে পাই।
আরও দেখুনঃ জীবন বদলে যাবে pdf বই ডাউনলোড
একটি ঘটনা দিয়ে আমি বদলে দিচ্ছি জীবনকে। ভদ্রলোকটি নিবিড়ভাবে প্রাণপণে, সম্ভবত তারঁ জীবনের শ্রেষ্ঠ রীতিতে চেষ্টা করে যাচ্ছিলেন আমাকে শ্রেষ্ঠ সুখটি উপহার দেয়ার জন্যে, যেনো এটার কথা আমি কোনোদিন না ভুলি, বুঝিয়ে দিতে চাচ্ছিলেন তিনিই পুরুষোত্তম, তারঁ কাছে ধরা দেয়া ছাড়া আমার অন্য কোনো নিয়তি ছিলো না।
মূর্ছনা
আমি নিজের ভেতরে ভেঙে ভেঙে পড়ে আবার ভেঙে পড়া থেকে নিজেকে টেনে টেনে জড়ো করে ভাবছিলাম বদলে যাচ্ছে আমার জীবন, বদলে দিচ্ছি আমি, সুখ নয় অসুখ নয় উল্লাহ নয় গ্লানি নয়, এক ধরণের মজা লাগছিলো আমার, ভদ্রলোকটি হয়তো ভাবছিলেন আমি তারঁ কাছে ধরা দিয়েছি, তিনি নিয়ন্ত্রণ করেছেন আমার রাত্রি, আমার শরীর, আর আমি ভাবছিলাম ভদ্রলোকটিকে ব্যবহার করছি জীবন বদলে দেয়ার যন্ত্ররূপে।
আরও দেখুনঃ নাভীর নিচের লোম কাটা pdf বই ডাউনলোড
ছত্রিশ বছরে অনেক বদল ঘটেছে জীবনের, তার কোনোটিকেই আমি এমন স্পষ্টভাবে বুঝতে পারি নি; আগের বদলগুলো ঘটেছে আমাকে বুঝতে না দিয়ে, এই একটি বদলের প্রক্রিয়াই আমি বুঝতে পারি স্পষ্ট; ভদ্রলোকটি যখন প্রাণ দিয়ে জীবন দিয়ে অনেকটা মাথার ঘাম পায়ে ফেলে খেটে চলছিলেন আমার ওপর, এপাশে ওপাশে, এমন সুযোগ পেলে কোন পুরুষ না খাটে।
প্রাণপনে, পুলকে পুলকে শিউরে দেওয়ার জন্যে উঠছিলেন কখনো বজ্র কখনো মত্তহস্তী ঝড় কখনো ঢেউ কখনো বন্যশুয়োর, অক্লান্ত ইন্দ্রের মতো উল্টেপাল্টে আমাকে সুখী করার প্রাণপন সাধনা করে যাচ্ছিলেনম আমি কখনো বেকেঁ কখনো সোজা হয়ে কখনো ছড়িয়ে পড়ে কখনো জড়ো হয়ে ভেঙে পড়ে পড়ে আবার ঘড়ে উঠে উঠে ভাবছিলাম বদলে যাচ্ছে জীবন। কোনো দুঃখ লাগছিলো না সুখ লাগছিলো না ভালো লাগছিলো না খারাপ লাগছিলো না, আমি শুধু আমার জীবন বদলে যাওয়ার ব্যাপারটি বোধ করছিলাম।
আরও দেখুনঃ ঈমানী দুর্বলতা pdf বই ডাউনলোড
নিচে ফালি ফালি করে কাটা চাদঁ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বিষয়ক বইয়ের সাইজঃ 8.29 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ হুমায়ুন আজাদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ