ফিকহুল বুয়ু pdf বই ডাউনলোড। ইসলামি শরিয়তের যাত্রা শুরু হওয়ার পর থেকে পরবর্তী কয়েক যুগ পর্যন্ত মানুষের জীবিকা উপার্জনের পদ্ধতি ফিকহে ইসলামিই নির্ধারণ করে দিত। কিন্তু ইসলামি হুকুমতের অনুপস্থিতিতে এবং যুগের পরিবর্তনে এর গতি লোপ পায়, ইতিহাসের পাতাই হয় এর আশ্রয়। ইসলামি ব্যবসায় নীতি যে যুগে মানব জীবনে বাস্তবায়িত ছিল, সে যুগকে অর্থনীতির সোনালী যুগ মনে করা হয়। সম্পদের সাম্যভিত্তিক বণ্টননীতি ও সবার অধিকার রক্ষার ফলে ধনী-গরিবের মধ্যে অযাচিত কোনো পার্থক্য ছিল না।
কিছু-কিছু শতাব্দীর ইতিহাস তো এমন বিরল ঘটনার জন্ম দিয়েছে যে, যাকাত নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যেত না । রাষ্ট্রের একটি কুকুর অনাহারে মারা গেলে রাষ্ট্রপ্রধান তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিল। রাষ্ট্রের পক্ষ থেকে ভিক্ষুককে ডেকে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য বরাদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
কালচক্রের কোনো এক করুণ পরিণতির শিকার হয়ে ইসলামি শাসনব্যবস্থার পতন ঘটে এবং মানব জীবন থেকে ইসলামি ব্যবসায় নীতিকে দূরে ছুঁড়ে ফেলা হয়। কারণ, যে কোনো ব্যবস্থা ও দর্শনকে বাস্তব ক্ষেত্র থেকে দূরে রাখার অর্থ তার গতি রোধ করা এবং কোনো এক কালে তাকে বিদায় জানিয়ে ঐতিহাসিক ঘটনা হিসাবে ইতিহাসের পাতায় লিখে রাখা। বর্তমান যুগে মানব জীবন থেকে ইসলামি ব্যবসায় নীতি দূরে যাওয়ার কারণ এ নয় যে, তা সময়ের অনুপযোগী; বরং তার মূল কারণ হলো, মানব রচিত ব্যবসায় নীতি বাস্তবায়ন করে ইসলামি ব্যবসায় নীতিকে দূরে ছুঁড়ে ফেলা হয়েছে।
আধুনিক ব্যবসায় নীতি যেসব সমস্যায় জর্জরিত হয়ে সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, ইসলামি ব্যবসায় নীতি অনেক আগেই সেগুলোর সমাধান দিয়েছে। চলমান বিশ্বের অর্থসঙ্কট এবং প্রতিকার নিয়ে পর্যালোচনা করলে দিবালোকের মতো স্পষ্ট হয় যে, সমাজতন্ত্র ব্যর্থ হয়ে বিদায় নিলেও পুঁজিবাদি অর্থব্যবস্থা গুটিকয়েক লোকের স্বার্থ রক্ষায় প্রণীত হয়েছিল।
তাদেরই আশীর্বাদপুষ্ট ব্যবসায় নীতির কারণে সমাজ এ করুণ পরিণতির শিকার হয়েছে। এক পক্ষের স্বার্থ রক্ষা করতে গিয়ে অর্থ সূচকের নিচে থাকা মানুষদের পিষে তাদের শরীরের বিন্দু-বিন্দু রক্ত চুষে আর্থিকভাবে তাদেরকে কঙ্কালে পরিণত করা হচ্ছে। একদিকে পক্ষপাতপুষ্ট ব্যবসায় নীতির মাধ্যমে শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক না দিয়ে তার রক্ত নিংড়ানো শ্ৰম নেওয়া হচ্ছে, অন্য দিকে সুদনির্ভর পুঁজিবাদি অর্থব্যবস্থার মাধ্যমে শ্রমিকের পকেটে যাওয়া সামান্য কিছু পয়সাকে ফেরত নেওয়ার জাল বিস্তার করেছে।
নিচে ফিকহুল বুয়ু pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক অর্থনীতি বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 72.21 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মুফতি মুহাম্মাদ তাকি উসমানি |
বইয়ের অনুবাদকঃ |