ফিরাউনদের খেলা pdf বই ডাউনলোড। যে ব্যক্তি আমাদের বর্তমান অবস্থা এবং কাজ সম্পর্তে অত্যন্ত সজাগ, সত্যের বাহক মুজাহিদীনদের সাথে তুলনা করলে আমরা পরিষ্কারভাবে তাওয়াগীতসমূহের অভ্যন্তরে নিহিত ফিরাউনদের বৈশিষ্ট্য দেখতে পাই, যা বিভিন্ন ক্ষেত্রে পরিস্কার ভাবে প্রমাণিত, যার কিছু বিষয় সম্পর্কে আমরা এখানে আলোচনা করব।
যেহেতু তারা আজ বিস্তার লাভ করেছে এবং আক্রমন চালিয়েছে এবং তারা সত্যের বাহকদের বিরুদ্ধে ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছে এবং তারা এই অভিযানের জন্য তাদের সহজলভ্য সৈন্য, জাদুকর, আলিম, লেখক, সাংবাদিক এবং আকাশ সংস্কৃতির বাহকদের মধ্য হতে একদল বাহিনীকে উত্তেজিত করতে সমর্থ হয়েছে; তদুপরি তারা প্রমাণসহ সত্যের মোকাবেলা করতে অসমর্থ।
আরও ইসলামিকব বই দেখুনঃ
- সত্যের ডাক pdf বই ডাউনলোড
- সত্যের মাপকাঠি pdf বই ডাউনলোড
- প্রচলিত ভুল pdf বই ডাউনলোড
- বলয় ভাঙ্গার গল্প pdf বই ডাউনলোড
- সত্যের সেনানী pdf বই ডাউনলোড
তারা এর প্রশান বা সাক্ষ্যসহ সম্মুখীন হতে এবং খোলা আকাশে প্রতিপক্ষের সাথে তর্ক করতেও অসমর্থ। বরং তারা বিতর্কর আয়োজন করে তাদের সাথে যারা তাদের পথ ও পদক্ষেপ অনুসরণ করে বিভিন্ন টেলিভিশনসমূহের যেগুলোর তারা নিজেরাই মালিক যেমন, প্রথম জবরদখল চ্যানেল ১, দ্বিতীয় জবরদখলঃ চ্যানেল য, তৃতীয় জবরদখলঃ আল-আরাবিইয়াহ চ্যানেল।
চতুর্থ জবরদখলঃ আলমাজাদ চ্যানেল, পঞ্চম জবরদখলঃ এম বি সি চ্যানেল এবং দশটি অন্যান্য চ্যানেল সমূহ এবং রেডিও স্টেশন ও পত্রিকাগুলোর মধ্যে আশ-শার্ক্ব আল আতসাত, উকাথ, আল হায়াত, আল ওয়াতন, আর রিয়াদ, আল বিলাদ, আল জাজিরা এবং একই সাথে তাদের আলিমরা গণমাধ্যমের অধিকাংশ পদ্ধতি ব্যবহার করে।
যারা তাদের সাথে একই মঞ্চে দাড়াঁয় এবং তাদের কার্যসিদ্ধি করে উত্তম উপায়ে ধর্মপ্রচারের মঞ্চে, জ্ঞানগর্ভ আলোচনায়, সতর্কীকরণ পদ্ধতিতে এবং অডিও ক্যসেটের মাধ্যমে। আমি বলিঃ তাদের সকলে একত্রিত হয়ে সত্য পথের যাত্রী যারা সত্যিকারের শারীয়াহ এবং জ্ঞানের ভিত্তির উপর প্রতিষ্ঠিত আছেন তাদের সাথে আলোনা করতে ব্যর্থ হবে। তারা এটা জানে এবং মুক্তি মুজাহিদীনদের প্রশ্নের উত্তর তারা এড়িয়ে যায় এবং প্রশ্নগুলো হলো নিগুঢ় প্রশ্ন যা ইসলামিক শারীয়াহ প্রচুর গভেষনা করে উম্মুখে উপস্থাপন করা হয়েছে ।
এবং সত্যিকার ভাবে প্রকাশিত হয়েছে ওয়েবসাইট সমূহে এবং অন্যান্য জায়গায়। আলিমগণ এবং স প্রকাশনা এবং দাওয়াতের কথা জানে কিন্তু তারা সত্য দিয়ে উত্তর দিতে অক্ষম। কারণ তাওয়াগীতের হাতুড়ি তখন তাদেরকেও আঘা করবে। এবং যেসব প্রশ্নসমূহ সম্মুখে উপস্থাপন করা হয়েছে। বইটি যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে ফিরাউনদের খেলা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |