ফির্কাহ না-জিয়াহ
ফির্কাহ না-জিয়াহ pdf বই ডাউনলোড। আল্লাহ তায়ালা বলেন , তোমরা আল্লাহর রশিকে (ধর্ম বা কুরআন) কে সুদৃঢ়ভাবে ধারণ কর এবং পরস্পর বিছিন্ন হয়ে পড়ো না । (সূরা আলে ইমরান আয়াত ১০৩ ) ২ । তিনি আরো বলেন , আর অংশীবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না ; যারা দ্বীন সম্বন্বে নানামতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে ।
প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট । ( সূরা রুম ৩২ আয়াত ) ৩। রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) বলেন আমি তোমাদেরকে আল্লাহ ভিতি এবং (নেতার নেতৃত্ব) মান্য ও আনুগত্য করতে অসিয়ত করছি ; যদিও তোমাদের নেতা একজন হাবশী ক্রীতদাস হয় ।
আরও দেখুনঃ পাপ আকার-প্রকৃতি প্রভাব ও প্রতিকার pdf বই
যেহেতু তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার মৃত্যর পরও জীবিত থাকবে সে বহু মতবেদ দেখতে পাবে । সুতরাং তোমরা আমার সুন্নত আদর্শ এবং সুপথ প্রাপ্ত খুলাফায়ে রাশেদীনের সুন্নত আদর্শ অবলম্বন করো , তা শক্ত করে ধারণ করো এবং দন্ত দ্বারা দৃঢ়ভাবে ধরো । আর অভিনব কর্মাবলী হতে দূরে থেকো । যেহুত প্রত্যেক অভিনব কর্ম বিদআত ।
আল্লাহ তাআলা বলেন কেবল একটি দল ব্যতিত সবগুলি জাহান্নামে যাবে; যারা সাহাবার মতানুসারী হবে।
প্রত্যেক বিদআত ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যায় ।” ৪। তিনি আরো বলেন , “সাবধান ! তোমাদের পুর্ববর্তী আহলে কিতাব (ইয়াহুদি ৭১ ও খ্রিষ্টান ) রা ৭২ দলে বিভক্ত হয়েছে , আর এই মিল্লত উম্ম্ত ৭৩ দলে বিভক্ত হবে; ৭২ টি দল জাহান্নামে যাবে এবং একটি যাবে জান্নাতে আর সেটি হলো জামআত । দ্বিতীয় এক বর্ণনায় তিনি বলেন।
আরও দেখুনঃ সূদ pdf বই ডাউনলোড
কেবল একটি দল ব্যতিত সবগুলি জাহান্নামে যাবে ; যে দলটি আমি ও আমার সাহাবার মতানুসারী হবে ।” ৫্ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত , তিনি বলেন , রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) আমাদের জন্য স্বহস্তে একটি রেখা টানলেন । অতঃপর তিনি বললেন ।
, “এটি আল্লাহর সরল পথ।” অতঃপর ঐ রেখার ডানে ও বামে কতকগুলি রেখা টেনে বললেন “এগুলি বিভিন্ন পথ । এই পথ গুলির প্রত্যেকটির উপর একটি করে শয়তান অছে ; যে ঐ পথের প্রতি মানুষকে অহ্বান করে অতঃপর তিনি বলেন , এবং নিশ্চয় এটি আমার সরল পথ ।
আরও দেখুনঃ আকীদার মানদন্ডে তাবীজ pdf বই ডাউনলোড
নিচে ফির্কাহ না-জিয়াহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সমবাত দাওয়াত কার্যলয় বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 1.82 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ জামীল যইনু অনুবাদঃ আব্দুল হামীদ আল-ফায়যীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ