ফেসবুক থেকে পাওয়া
ফেসবুক থেকে পাওয়া pdf বই ডাউনলোড।আমার নানার মুখে বসন্তের কিছু দাগ আছে। নানুকে একদিন জিজ্ঞাসা করলাম, এই দাগগুলো কি নানুর বিয়ের আগে না পরে। নানু বলেন এগুলো বিয়ের আগের । খুব ছোটবেলায় চিকন পক্স হয়, সে থেকেই দাগগুলো উনার নিত্যসঙ্গী।
নানুকে বললাম আপনার এই দাগগুলো দেখেও নানা ভাই আপনাকে বিয়ে করলো ! নানু হেসে বললেন তোর নানা বড় আল্লা ভোলা কিসিমের ভালো মানুষ আল্লাহর ওয়াস্তে সন্তুষ্টি উনি আমাকে বিয়ে করেছেন তা না হলে হয়তো এ জীবনে কুমারী অবস্থাতেই পৃথিবী থেকে বিদায় নিতাম ।
আরও দেখুনঃ আল্লামা মুঃ নাসিরুদ্দীন জীবনী pdf বই ডাউনলোড
মানুষ ফিররাতগত ভাবে সুন্দরের পূজারী। আর তাই বিয়ের জন্য পাত্রী দেখতে গেলেই প্রথমেই নিশ্চিত করতে চান মেয়ে উচাঁ ফর্সা, সুন্দী.. ইত্যাদি ইত্যাদি। এ ব্যাপারে বেদ্বীন পরিবারগুলো বেশ সরস থাকলেও দ্বিনী পরিবারগুলোও যেন থেকে নেই। অথচ স্বয়ং রাসুলুল্লাহ সাঃ বলেছেন, বিয়ের ক্ষেত্রে দ্বীনদারিতা কে প্রাধাণ্য দিতে।
আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত রাসুলুল্লাহ সাঃ বলেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়ঃ তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দ্বীনদারি। সুতরাং তুমি দ্বীনদারীকেই প্রাধান্য দিবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। {সহিহ বুখারী, ৫০৯০}
আরও দেখুনঃ ইসলামের দৃষ্টিতে সৃষ্টিত্ত্ব ২য় pdf বই ডাউনলোড
রাসুলুল্লাহ সাঃ কে জন্মের পর থেকে দেখা- শোনা করা আবিসিনিয়ান কৃষ্ঞাঙ্গ মেয়েটির নাম ছিলো বারাকাহ পরবর্তীতে যাকেঁ উম্মে আইমান রাঃ নামে ডাকা হতো। তারঁ ব্যপারে রাসুলুল্লাহ সাঃ একবার সাহাবীদের উদ্দেশ্য বলেছিলেন তোমাদের মধ্য হতে কেউ যদি জান্নাতের কোন রমনীকে বিয়ে করতে।
চাও তবে সে যেন উম্মে আইমান কে বেয়ে করে। উম্মে আইমান রাঃ তখন পঞ্চাশোর্ধ সদ্য বিধবা। তাকেঁ বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেন রাসুলুল্লাহ সাঃ এর পালিত পুত্র যাইদ বিন হারিসা রাঃ তাদেরঁ দুজনের মধ্যকার বয়সের ব্যবধান উম্মে আইমানের গায়ের রং এবং বয়সের ছাপ কোনওটি যেন বাধাঁ হয়ে দাড়ঁতে পারল না।
আরও দেখুনঃ ইসলামের দৃষ্টিতে সৃষ্টিত্ত্ব pdf বই ডাউনলোড
নিচে ফেসবুক থেকে পাওয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 17.6 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ