বয় vs গার্ল pdf বই ডাউনলোড। ফারহানা লম্বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার খোলা চুলগুলো আপাতত কাঁধের দুইপাশে দুলছে। একটু পরেই সেগুলোকে স্কুলে যাওয়ার জন্য ঝুঁটিতে আটকে ফেলা হবে। তার চুলগুলো বেশ সোজা। কিন্তু ঠিক ফ্যাশনেবল বলা যায় না।
অবশ্য একটা স্ট্রেইটনার দিয়ে সহজেই ঠিক করে ফেলা যায়। হট এশিয়ান মেয়েদের সবাই এখন তাদের চুল সোজা করে ফেলে। কোকড়ানো চুল এখন বড্ড সেকেলে হয়ে গেছে। ফারহানার তক্ব বেশ সমৃণ। কফির মত রং যাতে একটুখানি ক্রিমের ছোঁয়া আছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দুই সুলতান pdf বই ডাউনলোড
- দুই শতাধিক ইমামদের ফতওয়া pdf বই ডাউনলোড
- ফেরা দুই বোনের আলো pdf বই ডাউনলোড
- প্রচলিত ভুল pdf বই ডাউনলোড
- মুমিন ও মুনাফিক pdf বই ডাউনলোড
দীর্ঘ, কালো পাপঁড়িতে ঢাকা সবুচ চোখের জন্য ছেলেরা তাকে প্রায়ই বলিউডের নায়িকা ঐশ্বরিয়া রাইয়ের সাথে তুলনা করে। অবশ্য ছেলেরা যা ছায় তা পাওয়ার জন্য সব বলতে পারে। স্কুলের ইউনিফর্ম তার লম্বা দেহের সাথে লেপ্টে গিয়ে শরীরের ভাজঁগুলোকে আরোও স্পষ্ট ও আকর্ষণীয় করে তুলেছে। ঠিক তার মা যেমনটা পছন্দ করে। ফারহানার আম্মাজি বলতেন, তার স্কুলড্রেস যথেষ্ট শালীন।
একজন ভদ্র পাকিস্তানি মেয়ে দেখতে যেমন হওয়া উচিত। কিন্তু কোমরের বেল্ট ঠিক করতে করতে ফারহানার চোখ বারবার উপরের দিকে চলে যাচ্ছে। যেখানে আয়নার কোণে সাদা এক টুকরো কাপড় রাখা আছে। সে তার মাথার ভিতরে নাজমা ফুফু কন্ঠস্বর শুনতে পাচ্ছে।
হিজাব সুরক্ষার জন্য, নীপিড়নের জন্য নয়। তোমার শরীর, তোমার সৌন্দর্য যা কিছু তোমাকে আশীবার্দ হিসাবে দেওয়া হয়েছে এগুলো তোমার একান্তই নিজস্ব সম্পদ। মানুষকে প্রদর্শনের জন্য নয়। তোমার মূল্য এর চাইতেও অনেক, অনেক বেশি। ফারহানা রুদ্ধশ্বাসে হিজাবের দিকে হাত বাড়ালো। সে কল্পনার দেখতে থাকলে নিজের হাতে সে হিজাব পরিপাটি করে ভাঁজ করছে।
মাথার উপর রেখে থুতনির নিচে পিন দিয়ে আটকাচ্ছে। হিজাবের দুই পাশ দিয়ে ঢেকে দিচ্ছে তার দুই কাধঁ । ফারহানা হিজাবের দুই পাশ দিয়ে ঢেকে দিচ্ছে তার দুই কাঁধ। ফারহানা হিজাব পরবে! এতটা সাহস কি তার হবে কখনো? কিন্তু তখনই তার মায়ের কথাগুলো মনে পড়লো। শালীন পোশাক পরাই যথেষ্ট। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে বয় vs গার্ল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মহীয়সী পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 18.20 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | নাঈমা বি রবার্ট |
অনুবাদকঃ | সাইফা জুঁই |