বর্ষবরণ pdf বই ডাউনলোড। পহেলা বৈশাখ বর্ষবরণ। এটা নাকি একমাত্র অসাম্প্রদায়িক মহোৎসব। যেখানে নেই কোন ধর্মের ভোদভেদ, নেই জাত-পাতের পার্থক্য। এর মাধ্যমে উদ্যোক্তারা চান সকর ধর্মের সাথে মিলেমিশে খিচুড়ী মার্কা একটা উৎসবের। যে উৎসব সকলের মধ্যকার ছোদ-পার্থক্য দূর করে একাকার করে দিবে।
ভেঙ্গে দিবে ধর্মের প্রাচীর। এই সাথে প্রবেশ করানো হয়েছে রাজনীতি। যারা বাংলাদেশের স্বাধীন অস্ত্বিত্ব বেঙ্গে পশ্চিমবঙ্গের সাথে মিশে ভারতের সাথে একাকার হয়ে যেতে চান। তাদের মুখে বারবার শোনা যায় এপার বাংলা ওপার বাংলার মেলাবন্ধনের কথা।
আরও দেখুনঃ জিভের আপদ pdf বই ডাউনলোড
তাহলে অসাম্প্রদায়িক শব্দটি দিয়ে তারা কী বুঝাতে চান? আসুন! একবার পিছনে ফিরে দেখা যাক। মোঘল সম্রাটদের শাসনকার্য হিজরী সন অনুযায়ী পরিচালিত হত। এতে খাজনা আদায়ে অসুবিধা দেখা দিত। কারণ চান্দ্রবর্ষ প্রতি বছর ১০/১১ দিন এগিয়ে যায়। ফলে ফসল ওঠা ও খাজনা আদায়ের সুবিধার্থে সম্রাট আকবর সৌরবর্ষের হিসাবে বাংলা সনের প্রবর্তণ করেন।
সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন ১৫৫৬ খ্রিষ্টাব্দের নভেম্বর মোতাবেক হিজরী ৯৬৩ সালের মুহাররম মাসে। তখনও বঙ্গে শকাব্দ চালু ছিল। যার শুরুর মাস ছিল চৈত্র। শকাব্দ হল মধ্যে এশিয়ার প্রাচীন রাজা শক কর্তৃক প্রবর্তিত সাল।
আরও দেখুনঃ বানু কুরাইযার যুদ্ধ pdf বই ডাউনলোড
আকবরের সিংহাসনারোহণের মাস মুহাররমের সাথে শকাব্দের শৈশাখ মাস পড়ে যাওয়ায় তিনি ফসলী সন শুরু করেন বৈশাখ মাস দিয়ে। সেই থেকে চৈত্রের পরিবর্তে বেশাখ দিয়ে শুরু হয় বাংলা নববর্ষ। খৃষ্টপূর্ব পঞ্চম শতাব্দীতে মধ্য আমেরিকার মেক্সিকোতে এক উচ্চমানের সভ্যতা ছিল। যার নাম মায়া সভ্যতা। সংখ্যাতাত্ত্বিক জ্ঞান ও গ্রহ-নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণে মায়াদের অসাধারণ দক্ষতা ছিল।
তারাই প্রথম আবিস্কার করে সুর্যকে প্রদক্ষিণ করে আসতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন। বলা হয়ে থাকে, নিজেদের গণনার সুবিধার্থে সর্বপ্রথম রোমানরা ক্যালেন্ডার তৈরী করে। তাতে বছরের প্রথম মাস ছিল মারটিয়াস। যা বর্তমানে মার্চ মাস। এটি তাদের যুদ্ধ দেবতার নামানুসারে করা হয়।
আরও দেখুনঃ বাংলাদেশের শিশু সাহিত্য pdf বই ডাউনলোড
নিচে বর্ষবরণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.0 MB প্রকাশ সালঃ ২০১৬ ইং বইয়ের লেখকঃ শরীফা খাতুন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ