বারসিসার কাহিনী
বারসিসার কাহিনী pdf বই ডাউনলোড। বনী ইসরাইলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে অথ্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন রাসুল। সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকবো। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হল।
কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসি বারসিসার কথা বলল। কারণ গ্রামের সবাই বারসিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানতো। তো তারা বারসিসার কেছে গেল, যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলে সে রাজি হল না এবং বলল অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই।
আরও দেখুনঃ জীবিকার খোজেঁ pdf বই ডাউনলোড
কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা (ওয়াসওয়াসা) দিতে আসল চালাক শয়তান জানতো যে বারসিসার মন খুবই নরম। সে কানে কানে বারসিসাকে বলল- তারা যদি ভাল কাউকে তাদের বোনের জন্য খুঝেঁ না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে ! এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়?।
যে ভাবে মানুষকে শয়তান ওয়াসওয়াসা দেয় দেয় তার সংক্ষিপ্ত কিছু কাহিনী।
বারসিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা । মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হল। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত, মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারসিসার সাথে তার দেখা হত না।
আরও দেখুনঃ সালাত আলবানি pdf বই ডাউনলোড
বারসিসা রাজি হল এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল। শয়তান এতেও খুমি হল না। সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরে ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর ভিতরে খাবার দিয়ে আসো না?।
ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না! এবার বারসিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল। শয়তান আবার এবং বলল- মেয়েটার সাথে তোমার কথা বলা। উচিত, এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বারসিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল।
আরও দেখুনঃ হাদিসের বিশুদ্ধতা pdf বই ডাউনলোড
নিচে বারসিসার কাহিনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.62 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ