বাসর রাত pdf বই ডাউনলোড। আজ ঢাকা কমার্স কলেজের ডিগ্রীর ছাত্রদের ফেয়ারওয়েল ছিল। কেয়ারওয়েল শেষে পান্থ নিজের গাড়িতে উঠতে যাচ্ছে এমন সময় রেবেকা সেখানে এসে বলল, গতকাল আপনি বলেছিলেন, আজ আমাদের বাসায় যাবেন। সে কথা ভুলে গেছেন বুঝি? চলুন আমার গাড়িতে। আজ আমি নিজে ড্রাইভ করে এসেছি।
কেমন ড্রাইভ করতে শিখেছি দেখবেন। পান্থ গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি ছেড়ে দিতে বলে রেবেকাকে বলল, অন্য দিন দেখব। আজ যেতে পারছি না, দুঃখিত। ততক্ষণে ড্রােইভার গাড়ি স্টার্ট দিয়ে ছেড়ে দিল। রেবেকা কয়েক সেকেন্ড তার গাড়ির দিকে হ্যাঁ করে তাকিয়ে রইল তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের গাড়ির দিকে যেতে যেত ভাবল, আজ তিন-চার বছর হতে চলল পান্থকে বুঝতে পারলাম না।
আরও বই দেখুনঃ
- বাসর রাতের আদর্শ pdf বই ডাউনলোড
- ছোটদের চরিত্র কেমন হবে pdf বই ডাউনলোড
- প্রাচীর pdf বই ডাউনলোড
- নৈতিক চরিত্র গঠনে কুরআনের শিক্ষা pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
বহিৃ নিজের গাড়ির কাছ থেকে রেবেকাকে পান্থর সঙ্গে কথা বলতে দেখে দাড়িয়েছিল। সে জানে রেবেকা পান্থকে ভালোবাসে। তাই সে যখন কাছে এল তখন জিজ্ঞেস করল কিরে, পান্থর সাথে কি কথা বললি? রেবেকা বলল, ও কাল বলেছিল আজ আমাদের বাসায় যাবে। সে কথা বলতে বলল, দুঃখিত আজ যেতে পারছি না। অন্য দিন যাব। ও কি কোনোদিন তোদের বাসায় গেছে? মাত্র দুইবার গেছে। তাও অনেক তোষামোধ করতে হয়েছে। এর আগে নিশ্চয় তোদের বাসার যাওয়া কথা বলেছে? হ্যাঁ বলেছে।
যে ছেলে বারবার কথা দিয়ে কথা রাখে না, তুই বলে তার সাথে মিশিস। আমি হলে নজরও দিতাম না। ওর মধ্যে যে কি দেখেছিস তা তুইই জানিস। আমার সঙ্গে একদিন আলাত করতে এসেছিল। সেদিন যা শুনিয়েছি, তারপর থেকে আর ধারে-কাছে আসে না। আলাপ করতে এসে কি বলেছিল, আর তুই িবা তাকে কি এমন বলেছিলি বল না শুনি?।
তুই সেদিস আসিসনি। ছুটির পর গেটের বাইরে এসে গাড়ির দিকে যাব এমন সময় পান্থ এসে বলল, এই যে বহিৃ দেবী, একটু দাঁড়ান কথা আছে। তার কথা বলার ধরণ দেখে আমি একটু রেগে গিয়েও কি বলে শোনার জন্য দাঁড়ালাম। পান্থ বলল, আপনার সঙ্গে পরিচয় হলেও তেমন পরিচয় হয়নি। রেবেকাকে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে দেখেও তার ঐসব খেয়াল হল না।
রেবেকার দুটো ছোট ভাই আছে। বড়টার নাম সন্দ্বীপ। সে ক্লাস টেনে পড়ে। ছোট প্রবাল। ক্লাস সেভেনের ছাত্র। তাদেরও বাড়ি-গাড়ি আছে। রেবেকা প্রায়ই পান্থদের বাসায় যায়। পান্থ-মা-বাবার সঙ্গে অনেক আগেই তার পরিচয় করিয়ে দিয়েছে। যদি এই উপন্যাস টি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে বাসর রাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজ | 20.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | কাসেম বিন আবুবাকার |
বইয়ের অনুবাদকঃ |