বাহলুল মাজনুনের লেখা সমূহ
বাহলুল মাজনুনের লেখা সমূহ pdf বই ডাউনলোড। রাত দুইটার সময় আমার মাথায় একটা প্রশ্ন আসছে। আপনারা প্রশ্নটা নিয়ে ভাববেন। মুর্খ মুরীদদের মত ঠীক ঠীক ভুল ভূল না করে ভাবেন। এইটা আমার প্রশ্নই, আর কিছু না। ভুল সবারই হয়। দুনিয়অর তাবৎ ওয়য়েজদের ভূল ধরতে গেলে লক্ষ ভুল, জাল রেওয়ায়েত, বানোয়াট কাহিনী, শিরকী আকীদা, হাল্লাজবন্দনা এমন কিছু নেই যা পাওয়া যাবে না।
এমন বড় কোন আলিম পাওয়া যাবে না যিনি সব বিষয়ে সালাফের পথের উপর কায়েম আছেন শতভাগ।কিন্তু আশ্চর্যর ব্যাপার প্রত্যেক ঐ দার্শনিক, যিনি তত্ত্বের মাঝে সীমাবদ্ধ না থেকে ইসলমকে কিতাবের পাতায় সীমিত না রেখে সমাজে-রাষ্ট্রে আনার কৌশল করেছেন।
আরও দেখুনঃ নাফিজ মুকতাদিরের নির্বাচিত লেখা pdf বই ডাউনলোড
তাদের প্রত্যেকের ভূরকেই হাইলাইট করা হয়েছে। ইবনে তাইমিয়অর মুজাসসিমা আকীদার বাহানায় তার বিপুল ইলম ও জিহাদের ফতওয়াগুলো আড়া করে রাখা হয়েছে মেইনস্ট্রিম থেকে। মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাবকে কারিজী ট্যাগ দিয়ে তার সমাজ সংস্করকে প্রশ্নবিদ্ধ করে রাখা হয়েছে।
সায়িদ কুতুব শহীদ ও হাসান আল বান্নাকে ইখওয়ান ট্যাগ দিয়ে তাদেঁর কিতাবগুলোও মুলধারা থেকে সরিয়ে দেয়া হয়েছে। মওদুদীর কিছু ভুল অবস্থানকে বার বার তুলে এনে তারঁ সমাজ বিপ্লবকে অচ্ছুৎ করে দেয়া হয়েছে। মানে যেই কিতাবের ইলমকে বাস্তাবে আনতে চেয়েছে, ব্যভহারিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার উপায় খুঁজেছে।
আরও দেখুনঃ সামি ইবনে আব্দুল্লাহর কিছু লেখা pdf বই ডাউনলোড
একটা ভিশন দাড়ঁ করানোর চেষ্টা করেছে, সাথে সাথে তার ভূলগুলো সামনে আনা হয়েছে, সেগুলার চর্চা দ্বারা তাদেরঁ ভ্রান্ত প্রমাণ করা হয়েছে, ফলে তাদেরঁ পুরা ফরমেটই প্রশ্নবিদ্ধ হয়েছে। তাদের সব ভূলকে পাবলিক পর্যন্ত পৌঁছানো হয়েছে,কিন্তু বিশাল ভালো অংশটাকে যেন ভূলিয়ে দেআ হয়েছে ।
কেন তাফহীমুল কুরআন/যিলাযিল কুরআনের তাহকীককৃত সংস্করণ বের হলনা কেন? শুধু মওদুদীর ভ্রান্তির কিতাবই কোন বের হল? ইবনে তাইমিয়া নাম শুনেই নাক সিটঁকানো কেন, তারঁ কিতাবগুলোও আনতেন। তাহকীকসহ, যেমন আছে কাশশাফ।
আরও দেখুনঃ সাব্বির আহমেদের কিছু লেখা pdf বই ডাউনলোড
নিচে বাহলুল মাজনুনের লেখা সমূহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 17.4 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ