বাহারে মদীনা pdf বই ডাউনলোড। এমন অপরূপ গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল! দু’জাহানের মায়াবী সূরত, প্রিয় সে ভারী ইয়া রাসূল! উঁচু সে মহিমা এমনি তোমার, অশেষ দয়া আল্লাহ তায়ালার, তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারী ইয়া রাসূল ! মায়ের মমতা হবে কি এমন! করে কি তেমনি ছেলেকে আপন, নিজের উম্মতের তরে তোমার যা করুণা জারি ইয়া রাসূল! অলস নিদ্রায় দিবসযামী, শেষ করেছি জীবন খানি, আমাদেরই ভেবে ঝড়েছে তোমার নয়ন বারি ইয়া রাসূল!।
পাপী-তাপি আর হোকনা অপরাধী, কাফির, বে-দ্বীন কিংবা মুশরিক, তোমার করুণায় এ ভবে আশ্রয় মিলেছে সবারই ইয়া রাসূল! গত হয়ে যায় নামাযে আসর, ভালবাসার টান দেখালো হায়দার, তোমার তা’যিমে পড়েনি নামায তোমারে ছাড়ি ইয়া রাসূল! জামিলে রযবীর শুধুই বাসনা একটি মাত্র আর কিছুই না, হৃদয় জুড়ে হোক তোমারি প্রেমের বসতবাড়ি ইয়া রাসূল!
আরও ইসলামিক বই দেখুনঃ
- পরকালের সম্বল pdf বই ডাউনলোড
- বিয়ে pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
আমায় কাছে ডেকে নাও না, মাদানী মাদীনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না, মাদানী মাদীনে ওয়ালে ৷
আমায় একটু দীদার দাও না, মাদানী মাদীনে ওয়ালে, হোক হৃদয় তোমার ঠিকানা, মাদানী মাদীনে ওয়ালে ॥
যখন হবে তোমার দীদার, তখন ঈদ হবে আমার, আমার স্বপনে এসো না, মাদানী মাদীনে ওয়ালে ৷ ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, হে নবী তুমি ভুলো না, মাদানী মাদীনে ওয়ালে ॥ আমি যদিও গুনাগার, তবু উম্মত আমি তোমার, তোমার চরণে রাখো না, মাদানী মাদীনে ওয়ালে ॥
তোমার দরবার হতে উত্তম, তোমার দ্বার হতে মনোরম, আছে কী এমন ঠিকানা! মাদানী মাদীনে ওয়ালে ॥
তোমার দ্বারে তোমাকে চাই, ফিরাইও না খালি আমায়, আমায় আপন করে নাও না, মাদানী মাদীনে ওয়ালে ॥
এ রোগী যে মৃত্যুশয্যায়, দাও শিফা তুমি আমায়, হে তাবীব! জলদি এসো না, মাদানী মাদীনে ওয়ালে ॥ তুমি আম্বিয়াদের সরদার, দো’জাহানের মদদগার, তুমি অগ্রদূত যামানার, মাদানী মাদীনে ওয়ালে ॥
জমিনে তোমার রাজত্ব, আরশে তোমার রাজত্ব, তুমি শাহেন শাহ্ যামানার, মাদানী মাদীনে ওয়ালে ॥
বলি দুঃখ কারে আমার, কে শুনিবে বলো সারওয়ার, আমার বিরহ বেদনা, মাদানী মাদীনে ওয়ালে ॥ যদি এই ইসলামিক কবিতা কাব্য গল্প, সঙ্গীত আপনার ভালো লাগে তাহলে আপনি এই বইটি ডাউনলোড করে নিতে পারেন। সুন্দর সুন্দর কবিতা কাব্য. ছন্দ, ইসলামী সঙ্গীত আছে এই বইটিতে।
নিচে বাহারে মদীনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | প্রসিদ্ধ হামদ্ বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.15 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |