বিদআত থেকে সাবধান
বিদআত থেকে সাবধান pdf বই ডাউনলোড। মীলাদুন্নাবী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের জন্ম বার্ষিকী অনুষ্ঠান, উক্ত অনুষ্টানে কিয়াম এবং তার প্রতি অভিনব পন্থায় সালাম পেশ ও এগুলি ব্যতীত উক্ত অনুষ্ঠানে অন্যান্য যা কিছু করা হয় তার হুকুম সম্পর্কে বহু বার প্রশ্ন করা হয়েছে।
যার সংক্ষিপ্তি আলোচনা পেশ করা হলোঃ মীলাদুন্নাবী অনুষ্ঠান এবং এ উপলক্ষে কোন কিছু উদযাপন করা নাজাযেয। এটি একটি দ্বীনে নবাবিস্কৃত -বিদআত। কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং চার খলীফা ও তারাঁ ব্যতীত অন্য সাহাবীগণ রাজিয়াল্লাহু আনহুম।
আরও দেখুনঃ পিঁপড়াদের রাজ্যে pdf বই ডাউনলোড
এবং সততার সনদ প্রাপ্ত যুগের অনুসারী উত্তরসরীগণও তা উযযাপন করেননি, অথচ তারাঁ ছিলেন সুন্নাত সম্পর্কে সর্বাধিক অভিজ্ঞ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহাব্বতের প্রতীক এবং তারাঁ পরবর্তীদের তুলনায় ছিলেন তারঁ আনিত শরীয়তের সর্বাধিক অনুসারী।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন: যে ব্যক্তি শরীয়তে নব প্রথা সৃষ্টি করল যা তার অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। [বুখারী-মুসলিম ] তিনি অন্য হাদীসে বলেন: তোমরা আমার সুন্নাত এবং আমার পরবর্তী হিদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদীনের সুন্নাতকে ধর।
আরও দেখুনঃ তাওহীদ রেসালাত ও আখেরাত pdf বই ডাউনলোড
এবং তা দৃঢ়তার সাথে দাতঁ দ্বারা মজবুত ভাবে আকঁড়ে ধরবে এবং তোমরা দ্বীনের ব্যাপারে সাবধান থেকো, কেননা দ্বীনের মধ্যে প্রত্যেক নব প্রথাই বিদয়াত আর প্রত্যেক বিদয়াতই গুমরাহী [হাদীসটি কাজী আয়াজ স্বীয় আশশিফা গ্রন্থে ইরবাজ বিন সারিয়া থেকে একটু বেশী বর্ণনা করেন। প্রত্যেক গুমারাহী -পথ ভ্রষ্টতা জাহান্নামী ।
উল্লেখিত হাদীসদ্বয়ে বিদআতের উদ্ভাবন ও তার প্রতি আমলের ব্যাপারে কঠোর ভাবে সাবধান করে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা তারঁ পাক কালামে ঘোষণা করেন: রাসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাক। [সুরা হাশর:৭]।
আরও দেখুনঃ জীবনের লক্ষ্য নির্ধারণ pdf বই ডাউনলোড
নিচে বিদআত থেকে সাবধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পশ্চিম দ্বীরা ইসলামি সেন্টার বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 3.96 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায রহ. অনুবাদঃ মুহাম্মাদ আব্দুর রব্ব আফফানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ