বিদায়াতুল আরাবীয়াহ pdf বই ডাউনলোড। আল্লাহ আমাদেরকে তার রহমত দিয়ে এখনো বাচিঁয়ে রেখেছেন সুস্থ রেখেছেন সেই জন্য মন থেকে দিল থেকে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করি! আলহামদুলিল্লাহ । আল্লাহ আমাদের কারো ক্ষতি চান আমরাই বরং আমাদের ক্ষতি চাই এবং কি নিজেরাই নিজেদের ক্ষতি করি।
আমরা ভুল পথে পা দিয়ে ফেলি ইচ্ছাকৃত আবার অইচ্ছাকৃত। তবে ইচ্ছাকৃত যারা করে তারা আল্লাহকে দোষ দেখায় যে তিনি নাকি তার ভালো চায় না। আর অইচ্ছাকৃত সেটা তিনি আল্লাহর সাহায্য চান এবং আল্লাহ তাকে সাহায্য করেন।
আরও বই দেখুনঃ
- তাকদীরের হাকীকত pdf বই ডাউনলোড
- জবানের ক্ষতি pdf বই ডাউনলোড
- এসো তাকওয়া অর্জন করি ২য় খন্ড pdf বই ডাউনলোড
- সুদের ক্ষতি অপকার কুপ্রভাব pdf বই ডাউনলোড
- জান্নাত জাহান্নাম pdf বই ডাউনলোড
বিদায়তুল আরাবীয়াহ বইটা বাচ্চাদের আরবী শিক্ষার প্রথম পাঠ হিসেবে রচিত। ছয় কিংবা সাত বছরের বাচ্ছাদের জন্য উপযোগী উদাহরণ ও ছবির মাধ্যমে সাজানো হয়েছে। বইটির প্রথম খন্ডে ছবির মাধ্যমে কেবল শব্দ শেখানো হয়েছে।
অতঃপর ছোট ছোট বাক্যের মাধ্যমে সেই শব্দগুলোর অনুশীলন করা হয়েছে। আশা করি এটা বাচ্ছাদের আরবী ভাষার হাতেখড়ি হিসেবে উপকারী হবে ইনশা আল্লাহ। তাহলে এই বই এর ভিতরে কি কি থাকছে-, শরীরের অঙ্গ, আমি ও আমার পরিবার, সর্বনাম, পেশা, গৃহপালিত পশুপাখি, বন্যপ্রাণী, পাখি, পোশাক, আসবাবপত্র, লেখাপড়ার জিনিস, যানবাহন, বাসনপত্র, ফুল, কক্ষ, ক্লাসরুম, বাড়ি, রাস্তা, প্রকৃতি, কম্পিউটারের যন্ত্রাংশ, সংখ্যা, সময়, সপ্তাহ, মাস, ঋতু, রঙ, আকার, রোগ বালাই, ইত্যাদি সম্পর্কে।
নিচে বিদায়াতুল আরাবীয়াহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বাচ্ছাদের আরবী শিখার উপযোগী |
বইয়ের সাইজঃ | 7.50 MB |
প্রকাশ সালঃ | ২০২১ সাল |
বইয়ের লেখকঃ | |