বিবাহ একটি উত্তম বন্ধুত্ব pdf বই ডাউনলোড। তরুণী যখন অনেক সাজুগুজু করে একটা ছেলের হাত ধরে রাস্তায় উড়ে উড়ে চলে–তখন তাকে দেখলে কে কী মনে করেন জানিনা, আমার মনে হত অন্যকিছু। এই মেয়েটা অনেক প্রস্তুতি নিয়েই রাস্তায় বের হয়েছে, সাজুগুজু মেয়েরা অনেক সময় নিয়ে চিন্তা করে। কালার ম্যাচিৎ,ফিটিং এটা ওটা।
এরপর রাতের বেলা একটা ছেলের হাত ধরে পার্কে হাটাাঁ হয়ত বাবা-মা তখন ভাবছেন–মেয়েটা ঢাকায় পড়াশোনা করছে। অন্তত তারা অনেক বড়ো কিছু স্বপ্ন নিয়েই তাদের পাঠান শহরে। ঢাকার পড়াশোনা করছে। অন্তত তারা অনেক বড়ো কিছু স্বপ্ন নিয়েই তাদের পাঠান শহরে। ঢাকার মধ্যবিত্ত মেয়েরা রাত ঘরে পথে ঘুরেনা সচরাচর। পরিবারগুলো একদমই বিকিয়ে যায়নি।
আরও দেখুনঃবাগদাদের ঈগল ২য় খন্ড pdf বই ডাউনলোড
বিকিয়েছে সংস্কৃতি। প্রতিটি ঘরেই স্যাটেলাইন কানেকশন। হিন্দি নায়িকারা বিকিনি,টপস পড়ে নিজেদের শরীরের বিভঙ্গকে পুরোপুরি তুলে দেয় ক্যামেরায় কাছে। সারাজিদ সিরিয়ালে দেখা যায় সুন্দরী প্রদর্শণক্ষম মেয়েদের মূল্য, আকর্ষন। সিক্সপ্যাক শব্দটা আগে শোনা যেতনা এখন ছেলেরা প্যাক অর্জনের যন্ত্রণায় অস্তির থাকে।
যতই জ্ঞানীগুনী আর হুজুর পরিবার হোক, এখনকার কিশোর-কিশোরীরা এগুলো অবশ্যই অবশ্যই জানে এগুলোই তাদের চারপাশ। তাদের এফএম রেডিও সারাদিনই প্রেমের গানে, প্রেমের আলাপে, লাভগুরুতে ভরপুর থাকে। ফ্রেন্ডসদের আড্ডাবাজির এসএমএস পড়ে শোনায়। যাদের কোন মেয়ে/ছেলে নেই আড্ডা মারার গল্প করার পিকনিক করার, ফোনে কথা বলার তারা নিজেদের অসহায় ভাবতে বাধ্য হয়।
আরও দেখুনঃ আমীর তৈমুর pdf বই ডাউনলোড
পারিবারিক জ্ঞান বাবা-মা দিয়ে রাখলে সেক্ষেত্রেও তাদের যুদ্ধ হয় কঠিন যুদ্ধ। প্রতিদিন, অনেকবার। বয়স্করা এসব জানেনা, বুঝতেও পারবে না ভিতরে। এসব কালচার কীভাবে কাজ করে আমরাই পারিনা ঠিকমতন। মাত্র ১০ বছর আগে অমন ছিলাম তাই অনেক ব্যাকডেটেড আছি। 🙂
একটা ছেলে তার বন্দুদের মাঝে গিয়ে শুধু গার্লফ্রেন্ডের আলাফ শুনে- তার কাছে মনে হতে থাকে, আমারো হয়ত থাকা উচিত ছিল। তার সামনে অকূল পাথার, নৈতিকতার সাথে যুদ্ধ। এভাবেই চলচে জীবনের সাথে ।
আরও দেখুনঃ জিহাদের কাফেলা pdf বই ডাউনলোড
নিচে বিবাহ একটি উত্তম বন্ধুত্ব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বিয়ে বিষয়ক বইয়ের সাইজঃ 185 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ সাফওয়ান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ