বিবাহ পাঠ pdf বই ডাউনলোড। ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ জীবনব্যবস্থা। এতে জীবনের প্রতিটি ক্ষেত্রে আগাম-সমস্যা এড়ানোর এবং উদ্ভুত-সমস্য এড়ানোর এবং উদ্ভুত-সমস্যা নিরসনের নির্দেশনা রয়েছে। জীবনের যতগুলো সেক্টরের মুখোমুখি মানুষকে হতে হয়, সবগুলো।
ব্যক্তিগত- শারীরিক-মানবিক-পারিবারিক-সামাজিক-অর্থনৈতিক-আইনী-রাষ্ট্রীয়-এমন প্রতিটি পদক্ষেপেই ইসলাম সমস্যা এড়িয়ে সমাধানের পথ দেখায়। কেননা ইসলাম কোনো সৃষ্টির বানানো নয়।
ইসলাম এমন একজনের দেয়া, যিনি আমাদের বায়োলজির স্রষ্টা. আমাদের সাইকোলজির স্রষ্টা আমাদের অতীত-বর্তমান-ভবিষ্যতের স্রষ্টা, স্থান-কালের স্রষ্টা। প্রাকৃতির নিয়মের স্রষ্টা (law of nature), সকল দৃশ্য-অদৃশ্য সৃষ্টির স্রষ্টা।
আরও বই দেখুনঃ
- মধ্যপন্থা গুরুত্ব ও প্রয়োজনীয়তা pdf বই ডাউনলোড
- রাসূল সাঃ এর বহু বিবাহ pdf বই ডাউনলোড
- এক নজরে বিবাহ ও তালাক pdf বই ডাউনলোড
- ইসলামী বিবাহ pdf বই ডাউনলোড
তিনিই এমন একটা যাপন-সিস্টেম মানুষকে দিয়েছেন, যা মানুষ-প্রাণিজগত উদ্ভিদজগত-পরিবেশ-সৃষ্টিজগতের ভারসাম্য বজা রেখে নিশ্চিন্ত-প্রশান্ত জীবনের খোঁজ দেবে আর মৃত্যুর পরের জীবনে মহাসফলতা নিশ্চিত করবে। বিপরীত মানুষের রচিত ও গবেষণালাব্ধ জীবন-দর্শন আমাদের বায়োলজি-বিরুদ্ধ, মনঃস্বাস্থ্য-বিরুদ্ধ, পরিবেশ-বিধ্বংসী, জগতের ভারসাম্য নষ্টকারী, অসুস্থ ভবিষ্যতের হাতছানি।
বিবাহ ইসলামের এমন এক বিধান, যা দেহ-মন-আত্মা-প্রজন্ম-সমাজ- পরিবারের সুস্থতা নিশ্চিত করে। বিপরীতে বিবাহের অনুপস্থিতি বা বিবাহ-প্রক্রিয়ার জটিলায়ন জন্ম দেয় শারীরিক-মানসিক অসুস্থতা, পরিবার-সমাজে অস্থিরতা, হতাশাগ্রস্ত অসুস্থ প্রজন্ম তৈরি করে;পশ্চিমা সমাজ যার প্রকৃত উদাহারণ ।
দেখুন, ২০১৬ সালে ইউরোপ-আমেরিকার অর্ধেক শিশুর জন্ম হয়েছে বিবাহ-ছাড়া (out-of wedlock)। তাহলে আজ থেকে ২০/৩০ বছর পর এই শিশুগলো যখন এডাল্ট হবে তখন পশ্চিমের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক থাকবে জারজ।
এই বইটি লিখেছেন শাইখ মাহমুদ আল-মিসরী ডাঃ শামসুল খুবই একজন ভালো শাইখ উনি বিবাহ সম্বন্ধে যথাযথ ভুমিকা এখানে সুন্দর করে দেখানো আছে। যদি বইটি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে বিবাহ পাঠ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বিয়ে |
বইয়ের সাইজঃ | 22.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ মাহমুদ আল-মিসরী ডাঃ শামসুল আরেফীন |
অনুবাদকঃ |