বিশ্বজাগতিক বৈজ্ঞানিক তত্ত্ব pdf বই ডাউনলোড। প্রাচীনকাল থেকে জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় মানব প্রচেষ্টায় অর্জিত জ্ঞানের পাশাপাশি আরেক প্রকৃতির জ্ঞানের বাহক অবিরামভাবে কার্যকর ছিলো যাকে বলা হয়ে আসমানী কিতাব বা অবতীর্ণ গ্রন্থ। প্রথমটি হলো আরোহী জ্ঞান এবং দ্বিতীয়টি হলো অবরোহী জ্ঞান। মানবীয় সার্বিক কল্যাণ ও উন্নতির জন্য এ দুপ্রকৃতির জ্ঞানের সমন্বয় সাধন অপরিহার্য।
কিন্তু বিশ্বে প্রচলিত অনেক ধর্মীয় গ্রন্থের মধ্যে কোনটি প্রকৃত অবতীর্ণ গ্রন্থ আর কোনটি নয় তা নিয়ে বিতর্ক থাকলেও আমরা তারা বিস্তারিত বিবরণে যাবো নাম কারণ সেটা আমাদের উদ্দেশ্য নয় এবং এ বিষয়ে অধ্যয়নের জন্য গ্রন্থের অভাব নেই।
আরও দেখুনঃকুরআন ও হাদীসের আলোকে জ্বীন তত্ত্ব pdf বই
তবে ঐতিহাসিকভাবে আমরা দেখতে পাই, সব অবতীর্ণ গ্রন্থের লালন ভূমি হলো প্রাচ্য,ভৌগোলিকভাবে যার বিভাজন রেখা শুরু হয়েছে ভূমধ্যসাগরের পূর্বপাড় থেকে। পাশ্চাত্য প্রাচীন গ্রীক-রোমান সভ্যতার সত্য অন্বেষণকারী জ্ঞানীগুণীগণ ধর্মগ্রন্থবিহীন ছিলেন বিধায় তাদের ছিলো আরোহী জ্ঞান এবং অবতীর্ণ গ্রন্থের জ্ঞানের সুযোগ তাদের ছিলো না।
প্রাচ্য তথা উর্বর চন্দ্রিকাঞ্চল ঐতিহাসিকভাবে ছিলো আরোহী জ্ঞান ও অবতীর্ণ গ্রন্থের জ্ঞানের ভারসাম্যপূর্ণ ক্ষেত্র। কিন্তু এ ভারসাম্যতা বিপন্ন হয় গ্রীক-রোমান সভ্যতার পদচারণায় এবং তার ফলে এ অঞ্চলের ধর্মীয় জ্ঞানও কুলষিত হয়।
আরও দেখুনঃ ইসলাম তত্ত্ব ছেড়ে জীবনে pdf বই ডাউনলোড
এটার সঠিক উপমিত বর্ণনা হলো বাইবেলের পুরাতন নিয়মের দানিয়েলের সপ্তম অধ্যায়। এমতাবস্থায় পাশ্চাত্য ও প্রাচ্য সভ্যতার রাহুমুক্ত ও উর্বর চন্দ্রিকাঞ্চলের পাদবিন্দু আরব ভূখন্ডে বিশ্বের যাবতীয় অবতীর্ণ গ্রন্থের পরিপূর্ণ রূপ ও নির্যাস হিসেবে অবতীর্ণ হয় মহাগ্রন্থ আল-কুরআন। ফলে এটা অবিকৃত ও বিশুদ্ধ গ্রন্থ হিসেবে অক্ষুন্ন থেকে যায়।
কিন্তু ইসলাম পূর্ব ও পশ্চিমে বিস্তার লাভের সাথে সাথে গ্রীক দর্শন-বিজ্ঞান ভারতীয় বৈদিক ও বৌদ্ধ দর্শন, পারস্য-মিশরীয় ইহুদী-খ্রিস্টান ধর্মীয় মতবাদ আল-কুরআনের মূল আদর্শকে বিকৃত করার চেষ্টা করেছিল। এবং তার প্রেক্ষিতে ও প্রতিরোধে অভিনব এক জ্ঞানের ভিত্তি বিকশিত হয়। আমাদেরকে সঠিক বিজ্ঞান জানতে হবে।
আরও দেখুনঃ বৈজ্ঞানিক মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
নিচে বিশ্বজাগতিক বৈজ্ঞানিক তত্ত্ব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ র্যাকস পাবলিকেশন্স বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 3.80 MB প্রকাশ সালঃ ২০০৯ বইয়ের লেখকঃ আলী মনসুর অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ