বিশ্বাসের অভিযাত্রা pdf বই ডাউনলোড। বিশ্বাস। মানবজীবনের শ্রেস্ঠ সম্পদ। পার্থিব জগতের সবচেয়ে মূল্যবান পাথেয়। বিশ্বাসহীন মানুষ নীড়হারা পাখির মতো। দিনভর দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে ফিরে দিনশেষে যার কোনো আশ্রয় নেই। মাথাগোঁজার মতো জায়গা নেই।
অবিশ্বাসী মানুষেরা অসহায়। নিজেদের অসহায়ত্বটুকু নিবারণ করার উপকরণ না পেয়ে তারা বিশ্বাসীদের বিশ্বাসের অহেতুক আক্রমণ করে ক্ষোভ নিবারণ করতে চায়। কিন্তু তার মাঝেও ফুটে ওঠে তাদের জ্ঞানের দৈন্য ও দাবির অসারতা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হৃদয় জুড়ানো সালাত pdf বই ডাউনলোড
- ওহী ও আধুনিক বিজ্ঞান pdf বই ডাউনলোড
- যুগে যুগে ঈমানের পরীক্ষা pdf বই ডাউনলোড
- বিশ্বাস ও আত্মোন্নয়ন pdf বই ডাউনলোড
- বিশ্বাসের যৌক্তিকতা pdf বই ডাউনলোড
বিশ্বাস জিনিস এমন যা আপনি কাউকে বিশ্বাস না করতে পারলে বুঝবেন না। বিশ্বাস আমাদের ইহকালেও প্রয়োজন পরকালেও প্রয়োজন এই বিশ্বাস দিয়েই আস্থা, আর আস্থা থেকেই ভরসা, আর ভরসা থেকেই একজনের উপরে একজনে ভালোবাসা। দেখুন ছোট একটা জিনিস তিন শব্দের একটা নাম বিশ্বাস এই বিশ্বাস থেকে মানুষের প্রতি মানুষের ভালোবাসা জন্ম নেয় আল্লাহর প্রতি ভালোবাসা জন্ম নেয়।
আমরা চাই, প্রতিটি পাখি নীড় ফিরে পাক। প্রতিটি মানুষ বিশ্বাসের ছায়াতলে আশ্রয় গ্রহণ করুক। নীড়হারা পাখির রাত-বেরাতে ডাকাডাকি আমাদের অস্থির করো তোলে। কিন্তু আমরা ধৈর্যহারা হই না। বিশ্বাসের সম্পদ আল্লাহ যাকে দান করেননি, তার চেয়ে বড় অসহায় আর কে হতে পারে? তাই অবিশ্বাসী ও সংশয়বাদী মানুষের অসহায়ত্ব আমরা বুঝি।
তর্কের টেবিলে, বিতর্কের ময়দানে যতই উত্তপ্ত বাক্যবিনিময় হোক না কেন, আমরা চাই দিনশেষে সংশয়বাদী আর অবিশ্বাসী মানুষটা তার আসল ঠিকানা খুঁজে পাক। অন্তত নিজের আত্মপরিচয়টা জেনে মরুক। আমাদের আশপাশে বসবাস করা মুসলিম নামধারী মানুষগুলোর অবিশ্বাসের অতল গহ্বরে হারিয়ে যাওয়া নির্বিকার হয়ে দেখতে পারি নাই। সেই তাড়না থেকেই এই- বিশ্বাসের অভিযাত্রা। আশা করি উপকৃত হবেন। এই বইটি পড়ে, যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে বিশ্বাসের অভিযাত্রা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সন্দীপন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | 34.0 MB |
প্রকাশ সালঃ | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | ড. ইয়াদ কুনাইবী |
বইয়ের অনুবাদকঃ | নাজমুল হক সাকিব |