বিশ্বাসের যৌক্তিকতা pdf বই ডাউনলোড। একটি চিত্তাকর্ষক বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হল স্রষ্টার অস্তিত্ব। এই বিষয়টি স্মরণাতীত কাল থেকে আলোচিত হয়ে আসছে। আস্তিক-নাস্তিক সবাই এই বিষয় নিয়ে আলোচনা করে আসছে, স্রষ্টার অস্তিত্বের পক্ষে ও বিপক্ষে যুক্তির বিনিময় চলছে। কিন্তু আজ আমি প্রচলিত ধারাকে বদলে দিতে চাই।
আমার দৃষ্টিভঙ্গি হল ইসলামি দৃষ্টিভক্তি। আর সেটাই আমি আজ তুলে ধরতে চাই। ইসলামি দৃষ্টিকোণ থেকে স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে প্রশ্ন আসলে কোন প্রশ্ন-ই নয়। তথা আল্লাহ হলেন প্রকৃত সত্য, অবশ্যম্ভাবী সত্য, আল্লাহ স্বয়ংপ্রমাণিত (Axiomatic) স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস হল মৌলিক, সহজাত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ওহী ও আধুনিক বিজ্ঞান pdf বই ডাউনলোড
- যুগে যুগে ঈমানের পরীক্ষা pdf বই ডাউনলোড
- অবিশ্বাসের অসুখ pdf বই ডাউনলোড
- বিজ্ঞানের মৌলবাদী ব্যবহার pdf বই ডাউনলোড
- রৌদ্রময়ী রামাদান উৎসব pdf বই ডাউনলোড
এটা আমাদের সত্তার একটি অংশ। আর আল্লাহকে অস্বীকার করা, স্রষ্টার অস্তিত্বকে অসত্য বলে দাবী করার অর্থ হল আমাদের নিজেদের অস্তিত্বকেই অস্বীকার করা। আপনি হয়তো জিজ্ঝেস করতে পারেন, কেন আমি এমনটা বলছি? এটা বোঝানোর জন্য প্রথমে আমরা পশ্চিমা দর্শনবিদ্যার একটি পরিভাষা নিয়ে আলোচনা করব। তা হল মৌলিক বিশ্বাস Basic Belief আমাদের বিভিন্ন মৌলিক বিশ্বাস রয়েছে। এর মধ্যে একটি হল, এই বিশ্বজগৎ বাস্তবে অস্তিত্বশীল এমন বিশ্বাস করা।
এই বিশ্বাস হল একটি বুনিযাদী-মৌলিক বিশ্বাস, স্বয়ংপ্রমাণিত বিশ্বাস। বিজ্ঞান ও বৈজ্ঞানিক কর্মপ্রচেষ্টার ভিত্তি এই বিশ্বাসের উপর খুটিঁ গেড়ে দাড়িঁয়ে আছে। অথচ মজার ব্যাপার হলো এই দাবী বা বিশ্বাসকে কোন গবেষণার দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন না। এ ব্যাপারে কিছুক্ষণ চিন্তা করে দেখুক, প্রমাণ করার চেষ্টা করুন আপনি এখন এখানে আছেন, আপনি সত্যি-ই অস্তিত্বশীল, আমাদের চারপাশে সত্যি-ই অস্তিত্বশীল! কিছুক্ষন ভেবে দেখুন, আসলে-ই কি এসবের অস্তিত্ব আছে? এখন আপনারা কেউ হয়তো বলবেন।
যে চেয়ারে আমি বসে আছি, তা আমি অনুভব করতে পারছি। অন্য কেউ হয়তো বলবেন, হাতে থাকা এই বইটিকে আমি দেখতে পাচ্ছি। অন্য কেউ বলবেন, আমি তো আমার হাত দেখতে পাচ্ছি, একে অনুভব করছি। কিন্তু আপনি কিভাবে নিশ্চিহ হলেন এই মুহুর্তে যা আপনি দেখছেন, উপলব্ধি ও অনুভব করেছেন সত্যি সত্যি-ই তার অস্তিত্ব আছে? চোখ বন্ধ করুন, আর কিছুক্ষন ভাবুন।
হতে পারে আমাদের অস্তিত্বটাই একটা স্বপ্নের মতো! আইনস্টাইন বলেছিলেন Reality is merely an illusion, albeit a very persistent one অর্থা হতে পারে বাস্তব জগৎ চোখের ধোকাঁ মাত্র, যদিও অনুবার এ ধোকাঁয় পড়তে হয়। আচ্ছা সহজ করে বলছি, মাথা চুলকানোর দরকার নেই। ধরুন আপনি নদীর তীর ধরে আনমনে হেটেঁ চলছেন। বাকি আরো পড়তে বইটি ডাউনলোড করে নিন।
নিচে বিশ্বাসের যৌক্তিকতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সমর্পণ প্রকাশনী |
বইয়ের ধরণঃ | বিশ্বাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 20.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | রাফান আহমেদ |
অনুবাদঃ |