বিশ্বাসের স্বাধীনতা pdf বই ডাউনলোড। কিছু বিষয়ের নাম ও বাহ্যিক অবস্থা হয় খুব সুন্দর। কিন্তু তার উদ্দেশ্য থাকে সর্বোচ্চ পর্যায়ের ঈমান বিধ্বংসী। যেটাকে পরিভাষায় নিফাক বলা হয়। শেষ যুগের যে ভয়াবহ ফিতনা উম্মাহকে গ্রাস করবে, সেই ফিতনাগুলোর ধরনও হবে এমনই।
কুরআন-হাদীস থেকে দাজ্জালের কাজের নমুনা যদি আমরা তালাশ করি, তা হলে দেখব দাজ্জালি ফিতনার সারকথা হলো তার নাম ও বাহ্যিক অবয়ব থাকবে অনেক সুন্দর, কিন্তু ভেতরটা থাকবে চূড়ান্ত পর্যায়ের ঈমান বিধ্বংসী। যেমন : মানবতা। নারী অধিকার। ইন্টারফেইথ। বিশ্বাসের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা। জাতীয়তাবাদ। ধর্মনিরপেক্ষতা। বিজ্ঞানমনস্ক হওয়া। বস্তুবাদ। আধুনিক শিক্ষা ও সংস্কৃতি। আধুনিক রাষ্ট্র ও বিচারব্যবস্থা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
এগুলোসহ আরও যত ধরনের ফিতনা উম্মাহকে কুফর ও শিরকের অতল গহ্বরে নিক্ষেপ করেছে, তার সারকথা হলো সেটাই, যা আমরা পূর্বে উল্লেখ করেছি। অর্থাৎ মুখে মধু অন্তরে বিষ। এর কারণও হাদীস থেকে স্পষ্ট। আর মুসলমানরূপী মুনাফিকদের দ্বীন-ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্যই আসবে দাজ্জাল। ইমাম মাহদির সঙ্গী তারাই হবে, যাদের মধ্যে কোনো ধরনের নিফাক থাকবে না।
ওপরে আধুনিক যে সব ভয়াবহ দাজ্জালি ফিতনার কথা উল্লেখ করা হলো, আলহামদুলিল্লাহ সেগুলোর ব্যাপারে অনেকেই লেখালেখি ও বক্তব্য দেওয়া শুরু করেছেন। কিন্তু কিছু ফিতনা এমনও আছে, যে ব্যাপারে উল্লেখযোগ্য কোনো লেখালেখি বা বয়ান- বক্তৃতা আমাদের নজরে পড়েনি। এর মধ্যে অন্যতম একটি ফিতনা হলো বিশ্বাসের স্বাধীনতা।
বিশ্বাসের স্বাধীনতা এমন একটি ভয়াবহ ফিতনা, যা সরাসরি ঈমানে আঘাত হানে। ইসলামি আকীদা-বিশ্বাসের প্রায় প্রত্যেকটা আকীদাকে ধ্বংস করে দেয়। অথচ এ বিশ্বাসের স্বাধীনতার পক্ষে পৃথিবীর হাজারো যোগ্য লোকদের কলম সচল। তাই এ ফিতনার ভয়াবহতা আরও অনেক তীব্র। এই জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস থাকবে, আমরা এ বিষয়ে উম্মাহর সামনে সংক্ষিপ্ত আকারে কিছু মৌলিক বিষয় আলোকপাত করতে। যাতে যারা দ্বীন-ঈমান নিয়ে বাঁচতে চায় এবং তা হেফাজত করতে চায়, তাদের জন্য এটা পথনির্দেশক হিসেবে কাজ করে।
পাশাপাশি ‘বিশ্বাসের স্বাধীনতা’-এর প্রসিদ্ধ সংজ্ঞা, ইসলামি আকীদা-বিশ্বাসের সাথে কোন কোন জায়গায় এর সংঘাত, বিশ্বাসের স্বাধীনতার উৎস, গণতন্ত্রের সাথে এর সম্পর্ক, সাধারণ মুসলমানদের মাঝে এর প্রভাব, যারা কুরআনের আয়াত থেকে এর পক্ষে যুক্তি উপস্থাপন করে, তাদের যুক্তির অসারতা প্রমাণ এবং বিশ্ব বিখ্যাত কয়েকজন আলিমের ফতোয়া পাঠকের সামনে তুলে ধরা হয়েছে।
নিচে বিশ্বাসের স্বাধীনতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সত্যায়ন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজ | 15 MB |
প্রকাশ সালঃ | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মামুনুর রশীদ |
বইয়ের অনুবাদকঃ | মুজাহিদুল ইসলাম |