বিশ্বাস ও আত্মোন্নয়ন pdf বই ডাউনলোড। যারা বিশ্বাসী নয় তারাই অবিশ্বাসী। অবিশ্বাসীদের সবচেয়ে বড় যুক্তি এই যে, বিশ্বাসীরা তাদের বিশ্বাসের স্বপক্ষে কোনো বাস্তব প্রমাণ পেশ করতে অক্ষম। যেহেতু প্রমাণ নেই সেহেতু বিশ্বাস স্থাপনও অযৌক্তিক। বিশ্বাসী নয় এমন অনেকে আবার সংশয়বাদী। সংশয়বাদীরা বলে থাকে যে, সৃষ্টিকর্তা, পরকাল, বেহেশত, দোযখ ইত্যাদি বিষয় সুস্পষ্টভাবে মানব মনের বোধগম্য নয়।
অতএব তা সত্য বলে গ্রহণ করা যায় না। অবিশ্বাসী ও সংশয়বাদীদের এসব যুক্তির বিপরীতে বিশ্বাসীদের বক্তব্য যে, কোনোরূপ প্রমাণ ব্যতিরেকেই বিশ্বাসস্থাপন কা যায় শুধুমাত্র বিচার-বুদ্ধির বিশ্লেষণের দ্বারা। অদৃশ্যে বিশ্বাস স্থাপন করার জন্য কোনো প্রমাণ নবী-রাসূলগণ হাজির করেননি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অস্তিত্ব বাদ pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- শিয়াদের আকিদা বিশ্বাস pdf বই ডাউনলোড
- আহমদ দিদাত রচনাবলী pdf বই ডাউনলোড
- জ্ঞানের সন্ধানে সত্য দর্শন pdf বই ডাউনলোড
এবং তারা কখনো দাবি করেননি, যে, তাদের নিকট প্রমাণ রয়েছে। বরং তারা দাবি করেছেন যে, তাদের নিকট জ্ঞানের একটি উৎস রয়েছে যা সাধারণ মানুষের নিকট নেই। তারা এও বলেছেন যে, তাদের বক্তব্য কল্পনা নির্ভর নয়। তাদের নিকট যে জ্ঞান এসে থাকে তারা শুধু তাই বলেন। মনগড়া কিছু তারা বলেন। না। মানুষ যদি তাদের কথা বিশ্বাস করে তবে তাতে মানুষের কল্যাণ নিহিত রয়েছে। মানুষ, নবী-রাসূলগণের কথাকে সত্য বলে গ্রহণ করে আল্লাহতে বিশ্বাসী হয়েছে।
এ বিশ্বাসের পেছনে তাদের কারণ হচ্ছে, নবী-রাসূলঘন ছিলেন নিস্কলুষ চরিত্রের অধিকারী। মিথ্যা দাবি করার কোনো কারণ ছিল না এবং দাবির পেছনে ব্যক্তি স্বার্থ উদ্ধারের কোনো প্রয়াস মনে হয়নি। নবী-রাসূলগণের বক্তব্য অসংগতিপূর্ণ ছিল না। বরং তাদের আদেশ-নির্দেশের মধ্যে মানব কল্যাণের দিকনির্দেশনা রয়েছে।
মানব সভ্যতা সম্পর্কে পবিত্র কুরআনের বক্তব্য অবিশ্বাসীদের ক্রমবিকাশবাদের বিপরীত। কুরআন বলছে যে, দুনিয়ায় মানুষের আবির্ভাব অজ্ঞতার অন্ধকারের মধ্যে হয়নি। বরং আল্লাহর দেয়া জ্ঞানের আলোকে হয়েছে। আল্লাহ সর্বপ্রথম হযরত আদম আ.-কে দুনিয়ায় বসবাস করার উপযোগী জ্ঞান দান করে পৃথিবীতে পাঠালেন। মানব সৃষ্টির আদিকাল থেকে বিশ্বাসের বাণী নিয়ে নবীদের মাধ্যমে কিতাব নাযিল হয়েছে।
নবী মুহাম্মাদ সা.-এর নিকট সর্বশেষ যে কিতাব অবতীর্ণ হয়েছে তা বিকৃত বা পরিবর্তিত হবার কোনো আশংকা নেই। তেমনি কুরআনকে নিশ্চিহৃ করার কোনো উপায় নেই। তথাপি কুরআনকে অবিশ্বাসীরা সত্য জ্ঞানের উৎস হিসেবে স্বীকার করে না। সংশয়বাদীদের মনেও রয়েছে সন্দেহ। ফলে বুদ্ধি- বৃত্তিক সত্যকে তারা মেনে নিতে পারেনি। অবিশ্বাসের এই কুপমন্ডুকা থেকে জড়বাদী ও বস্তুতান্ত্রিক জীবনদর্শনের উদ্ভব হয়েছে।
নিচে বিশ্বাস ও আত্মোন্নয়ন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আধুনিক প্রকাশনী |
বইয়ের ধরণঃ | বিশ্বাসের জানা অজনা তথ্য |
বইয়ের সাইজঃ | 6.25 MB |
প্রকাশ সালঃ | ২০০৭ সাল |
বইয়ের লেখকঃ | কাজী মোঃ মোরতুজা আলী |
অনুবাদঃ |