বিশ্ব রাজনীতির ১০০ বছর pdf বই ডাউনলোড। বিশ্ব রাজনীতির ১০০ বছর মূলত আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস নির্ভর একটি গ্রন্থ। বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ঘটনাবলি এই গ্রন্থে আলোচনা করা হয়েছে। বিংশ শতাব্দীতে যেসব ঘটনা ঘটেছে এবং যা বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলেছিল, তা আলোচনা করা হয়েছে মোট উনিশটি অধ্যায়। এখানে মূল্যায়ন করা হয়েছে তুলনামূলকভাবে কম ।
কেননা, ইতিহাস নির্ভর ঘটনাবলি নিয়ে আলোচনা করা যায়, মূল্যায়ন করার সুযোগ থাকে না। বিংশ শতাব্দীর ইতিহাস নিয়ে অন্যত্র আলোচনা হয়েছে সত্য< তবে পার্থক্য এখানেই যে বর্তমান গ্রন্থটি ২০০৭ সালে লিখিত হয়েছে। একুশ শতাব্দীর ঘটনাবলী ও আলোচনা ২০০০ সাল পর্যন্তই সীমাবদ্ধ রেখেছি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নারী সাহাবীদের ঈমানদীপ্ত pdf বই ডাউনলোড
- মুসলিম আন্তর্জাতিক আইন pdf বই ডাউনলোড
- আন্তর্জাতিক সন্ত্রাসী ইতিকথা pdf বই ডাউনলোড
- মরণজয়ী সাহাবা pdf বই ডাউনলোড
- অপারেশন তেলআবিব pdf বই ডাউনলোড
কেননা, বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ঘটনাবলি নিয়েই গ্রন্থটি রচিত। দুএকটি ক্ষেত্রে আলোচনার সর্বশেষ তথ্যাবলি অন্তর্ভুক্ত হয়েছে। এ কারণে যে এতে করে ওই ঘটনার ধারাবাহিকতা বুঝতে সহজ হবে। যেমন বিশ্বপরিবেশগত সমস্যা অষ্টাদশ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। পরিবেশগত সমস্যা একুশ শতকের অন্যথম আলোচিত একটি বিষয়।
গেল নভেম্বরে (২০০৭) বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে প্রলয়ংকরী ঘর্ণিঝড় সিডর আঘাত হানে। এই ঘুর্নিঝড় বিশ্বের জলবায়ী পরিবর্তনেরই পল। সিডর- এর বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। প্রায় একই সময় ইউএনডিপির একটি প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয় যে, জলবায়ী পরিবর্তনে বাংলাদেশের ব্যাপক ক্ষতি হবে। এই বিষয়গুলো গ্রন্থে স্থান পেয়েছে। তাতে করে পাঠক বুঝতে পারবেন বিশ্বপরিবেশগত সমস্যা বিংশ শতাব্দীর একটি সমস্যা হলেও, এর ব্যাপকতা ও সচেতনা একুশ শতকে এসে বৃদ্ধি পেয়েছে।
এ কারণেই সর্বশেষ তথ্যাটি দিয়ে আমি পাঠককে সচেতেন করতে চেয়েছি। একই কথা প্রযোজ্য নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কেও । এই বিষয়টি দপ্তদশ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বিংশ শতাব্দীতে এটা ছিল অন্যথম আলোচিত বিষয়। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নয়া অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের দাবি জানানো হলেও, দেখা গেছে ওই সময়ে যে ব্যবস্থা বিকশিত হয়েছিল, তাতে ধনী ও গরিব রাষ্ট্রগুলোর মধ্যে ব্যবধান বেড়েছিল।
একশ শতকেও এটা হবে অন্যতম আলোচিত বিষয়। সুতরাং বিকশিত এই অর্থনৈতিক ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান কী হবে, আমরা কীভাবে ক্ষতিগ্রস্থ হব, তা সর্বশেষ তথ্য ও উপাত্ত দিয়ে আলোচনা করা হয়েছে। বিংশ শতাব্দীর অপর একটি অন্যতম আলোচিত বিষয় হচ্ছে দুনিয়অর পাঠক এক সমাজতন্ত্রের পুতুল। বিষয়টি আলোচিত হয়েছে ষোড়শ অধ্যায়ে।
নিচে বিশ্ব রাজনীতির ১০০ বছর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | শোভা প্রকাশক |
বইয়ের ধরণঃ | রাজনীতি বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 13.6 MB |
প্রকাশ সালঃ | ২০০৮ |
বইয়ের লেখকঃ | তারেক শামসুর রহমান |
অনুবাদঃ |