বিয়ের উপহার pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা পৃথিবীতে বংশ বিস্তারের জন্য মানব সমাজে বিয়ের ব্যবস্থা করেছেন। বিয়ে করতে উৎসাহ দিয়েছেন। বিয়ের পর তারঁ অনুগ্রহ দ্বারা নবদম্পতিকে সম্পদশালী ধণী করে দেয়ার কথাও বলেছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেনা ব্যভিচার থেকে বাচাঁর জন্য সময় হলে বিয়ে দিতে দেরী করতে নিষেধ করেছেন।
বিয়ে দেরীতে করালে সন্তান যদি কোন অপরাধ করে ফেলে তার দায়িত্ব পিতাকে নিতে হবে বলেও সাবধান করে দিয়েছেন। সবচেয়ে মারাত্মক রোগ হিসেবে দেখা দিয়েছে ডিমান্ড দাবি করা। রব কনেকে বিয়ে করবে নগদ মোহরানা দিয়ে এটাই ইসলাম বলে দিয়েছে।
আরও দেখুনঃ বিভিন্ন ধর্মে আল্লাহ সম্পর্কে ধারণা pdf বই ডাউনলোড
কিন্তু মনে হচ্ছে যে মেয়ে পক্ষকেই লাখ লাভ টাকা, টিভি, ফ্রিজ, গাড়ি, বাড়ি, হুন্ডা, জমি জায়গা ইত্যাদি বরকে দিতে হবে। এ যেন মেয়ে বরকে মোহরানা দেয়ার মতো। সম্পূর্ণ উল্টা তরিকায় সমাজ জীবন অভিশপ্ত সগারে ভেসে চলছে। এত গোল একটা চিত্র।
যৌতুক দেওয়া ও নেওয়া উভয়ই ইসলামে সমান অপরাধী
অন্য চিত্র হলো বিয়ে ঘটা করে বৌভাত এমনকি বর-ভাতও শুরু হয়ে গেছে । গরীব মানুষ যেন বিয়ের কথা চিন্তা করলে কলিজা শুকিয়ে যাচ্ছে, যাদের ঘরে মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারছে না এসব ইসলামী বিরোধী আনুষ্ঠানিকতা ও সামাজিকতার জন্য। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম সুফিয়া রা. ওর ওলীমা করেছিলেন ছাতু ও খেজুর দ্বারা।
আরও দেখুনঃ আল ফিকহুল আকবার pdf বই ডাউনলোড
কিন্তু এখন গোশত, পোলাও, কাচ্চি বিরিয়ারী, বোরহানী, দই, মিষ্ঠি বিভিন্ন প্রকার ড্রিংক ইত্যাদি সমাহার হয়ে থাকে যা বিয়েকে কষ্টকর দুসাধ্য ও ব্যয়বহুল করে দিয়েছে। এটা বিয়ের ওলীমা ও তার স্পিরিটের সম্পূর্ণ খেলাফ। খরচের ভয়ে বিয়ে থেকে দূরে ও যেনার কাজে ঠেলে দেয়ার মতো পরিবেশ হয়ে যাচ্ছে। বিয়ের দাওয়াতে নারী পুরুষের জন্য আলাদা- ব্যবস্থা না থাকা।
বিয়ের দাওয়াতে গিয়ে নামায আদায়ের সুযোগ না থাকায় নামায নষ্ট করা, গাড়ির ড্রাইভারদের খাবার ব্যবস্থা না করা, গান বাজনার অত্যাচার ইত্যাদি শরিয়ত বিরোধী কাজ থেকে এ সমাজকে আল্লাহ তাআলা হোদায়েত করুন, হেফাযত করুন। অন্যদিকে বিয়ের দাওয়াত কবুল করলে সাথে উপহার সমাগ্রী নিয়ে যাওয়া এবং নিয়ে যেতে না পারলে বিয়েতে শরীক না হওয়া নতুন এক বিড়ম্বনা।
আরও দেখুনঃ দুর্নীতির পরিণাম ভয়াবহ pdf বই ডাউনলোড
নিচে বিয়ের উপহার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল-ইসলাহ প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 3.38 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ অধ্যাপক মুজিবর রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ