বিয়ে নিয়ে কিছু কথা pdf বই ডাউনলোড। দু-দিন আগে আমাদের নিকটত্মীয় এক যুবক আমার সাথে দেখা করল। উচ্চশিখিত সে। অনেক সম্মান-প্রতিপত্তি তার। সুন্দর চরিত্র ও দৈহিক গঠনের অধিকারী। বয়স প্রায় ত্রিশের কাছাকাছি। কিন্তু এখনো বিয়ে করেনি। তাকে বললাম; তুমি বিয়ে করছ না কেন? আমার পরিচিত সব বিবাহিত ভাইদের পেয়েছি যে সবাই বৈবাহিক জীবনে অশান্তি, কলহ, ঝগড়া-বিবাদের অভিযোগ করছে। তারা বৈবাহিক জীবনের নানা কষ্ট সহ্য করে চলেছে।
বিয়েটা তাদের জীবনে খাদ্যনালিতে আটকে যাওয়া খাবার হয়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ করে দিচ্ছে। তারা আরজু ব্যক্ত করছে, হায়! যদি তারা আদৌ বিয়ে না করত! তাদের কথায় বুঝলাম যে, এ যুগে বিয়ে করা মানেই মাথাব্যথা ও মস্তিস্কের যন্ত্রণা। আর আমি পয়সা খরচ করে মাথাব্যথাও মস্তিস্কের যন্ত্রণা খরিদ করতে চাই না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বৈবাহিক সমস্যা ও কোরআনের সমাধান pdf বই ডাউনলোড
- আশরাফুল হিদায়া ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- অভিমানী বউ pdf বই ডাউনলোড
- অতি গুরুত্বপূর্ণ কতিপয় জিজ্ঞাসা pdf বই ডাউনলোড
- আল কুরআন জিজ্ঞাসা ও জবাব pdf বই ডাউনলোড
তোমার যে সকল বিবাহিত বন্ধুদের কাছে জিজ্ঞাসা করেছ, তারা কি সকলেই মানুষ? তারা কষ্ট ও ব্যথায় আছে বলে কি সব বিবাহিতই এ রকম পরিস্থিতিতে আছে? সব বিয়েই কি মাথাব্যথা ও মস্তিস্কের যন্ত্রণা? তুমি তাদের জিজ্ঞাসা করলে আমাকে জিজ্ঞাসা করলে না কেন? আমি তাদের তুলনায় এ বিষয়ে অধিক অবগত। যে ব্যক্তি পাচঁটা মজলিসে উপস্থিত হয়ে পরস্পর দুই ঝগড়াটে স্বামী-স্ত্রীর মাঝখানে বৈবাহিক বিবাদ মীমাংসা করে।
সে ব্যক্তিকে এ ব্যাপারে অভিজ্ঞ সাব্যস্ত করা হয়ে থাকে। আমি আদালতে ত্রিশ হাজারেরও অধিক বার বিচারকের আসনে বসেছি। সেখানে আমি স্বামী-স্ত্রীর দ্বিপাক্ষিক জবানবন্দি শুনে ফয়সালা করেছি। তা ছাড়া আমি ব্যক্তি -সংশোধণ ও সমাজ-পর্যালোচনায় নিয়োজিত একজন ব্যক্তি। যদি আমি বর্তমানে একটি পেশায় নিয়োজিত না হতাম জনকল্যানমূলক কাজে ও লেখালেখিতে মশগুল না হতাম।
তা হলে পারিবারিক জীবন- পর্যালোচনা নিয়ে একটি অফিস খুলতাম । সেখানে আমি দাম্পত্যজীবনের সব সমস্যার সমাধান করতাম। বলতে গেলে এ বিষয়ে আমি একজন অভিজ্ঞ শাস্ত্রজ্ঞ। সুতরাং তুমি আমাকেই জিজ্ঞাসা করো। আচ্ছা- আপনি কি দেখেন না, অধিকাংশ দম্পত্তির জীবনে ক্রমাগতভাবে ঝগড়া লেগেই আছে।?
আমি চাই প্রথমে তোমাকে ঝগড়ার সংজ্ঞা বুঝিয়ে দিই। যেহেতু তুমি ও তোমার বন্ধুরা স্বামী-স্ত্রীর মধ্যে দৃষ্টিভঙ্গিগত মতানৈক্য থেকে খালি একটি দাম্পত্যজীবন চাও, এবং এটা চাও যে, পুরো দাম্পত্যজীবনটা হবে বাসর রাত উদযাপনের মাসের মতো, স্বামী-স্ত্রীর মিলন হবে রোমিও-জুলিয়েটের মতো- অথবা লাইলী -মজনুর মতো একেবারে অসম্ভব। ভালোবাসার মিলেনে আর কি হয় শুধু এই অণর্থক প্রেমালাপ ছাড়া যে স্ত্রী স্বামীকে বলবে আমি তোমাকে ভালোবাসি, আর স্বামী স্ত্রীকে বলবে আমি তোমাকে ভালোবাসি।
নিচে বিয়ে নিয়ে কিছু কথা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | দাম্পত্য বিষয়ক |
বইয়ের সাইজঃ | 14.07 MB |
প্রকাশ সালঃ | ১৯৫৯ |
বইয়ের লেখকঃ | শাইখ আলী তানতাবী |
অনুবাদঃ | আইনুল হক কাসেমী |