বুখারী শরীফ ৪র্থ খন্ড
বুখারী শরীফ ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড। আখেরী নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাঃ কুরআনের ধারক ও বাহক, কুরআন তাঁর উপরই নাযিল হয়। আল্লাহ তায়ালা তাঁর কিতাবে মানব জাতিকে একটি আদর্শ অনুসরণের ও অনেক বিধিবিধান পালনের নির্দেশ দিয়েছেন, কিন্তু তার বিস্তারিত বিবরণ দান করেন নি। এর ভার ন্যাস্ত করেছেন রাসূল সাঃ এর উপর।
তিনি নিজের কথা-কাজ ও আচার-আচরণের মাধ্যমে কুরআনের আদর্শ ও বিধান বাস্তবায়নের পন্থা ও নিয়ম কানুন বলে দিয়েছেন। কুরআনকে কেন্দ্র করেই তিনি ইসলামের এক পূর্ণাঙ্গ জীবন-বিধান পেশ করেছেন। অন্য কথায়, কুরআন মাজীদের শিক্ষা ও নির্দেশ সমূহ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য নবী সাঃ যে পন্থা অবলম্বন করেছেন, তাই হচ্ছে হাদীস। হাদীসও যে ওহীর সূত্রে প্রাপ্ত এবং তা শরীয়তের অন্যতম উৎস কুরআন ও মহানবী সাঃ এর বাণীর মধ্যেই তার প্রমাণ বিদ্যমান।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বুখারী শরীফ ৭ম খন্ড pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড
- দাওয়াতে নববী উসুল pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- তাওহিদের মুল নীতিমালা pdf বই ডাউনলোড
মহান আল্লাহ তাঁর প্রিয় নবী সাঃ সম্পর্কে বলেনঃ “আর তিনি (নবী) মনগড়া কথাও বলেন না, এ তো ওহী যা তাঁর প্রতি প্রত্যাদেশ হয়।”-(৫৩ঃ৩-৪)
হাদীস অধ্যয়নের উদ্দেশ্য সম্পর্কে আল্লামা বদরুদ্দিন আইনী রহঃ লিখেছেন “দুনিয়া ও আখিরাতের পরম কল্যাণ লাভেই হচ্ছে হাদীস অধ্যয়নের উদ্দেশ্য ও লক্ষ্য”। আল্লামা কিরমানী রহঃ লিখেছেন, “কুরআনের পর সকল প্রকার জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং তথ্য ও তত্ব সমৃদ্ধ সম্পদ হচ্ছে ইলএম হাদীস। কারণ এই জ্ঞানের সাহায্যেই আল্লাহর কালামের লক্ষ্য ও তাৎপর্য জানা যায়। এবং তাঁর হুকুম – আহকামের উদ্দেশ্য অনুধাবন করা যায়”।
নিচে সহীহ বুখারী শরীফ ৪র্থ খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ সহীহ বুখারী হাদিস গ্রন্থ বইয়ের সাইজঃ 10.04 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের সংকলনঃ আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী অনুবাদঃ ইসলামিক ফাউন্ডেশন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ