বুজুর্গ নামা pdf বই ডাউনলোড। আয় আল্লাহ্র বান্দা, দেখ আল্লাহ্তাআলা কেমন পয়দা কর্ণেওয়ালা হইতেছেন। তুমি, তোমার মায়ের বাচ্চাদান মধ্যে, অতি সামান্য এক নাচিজ পানির কারা ছিলে। ঐ নাচিজ পানির কাত্রা মধ্যে নাক চোখ মুখ, কান, হাত, পাও, বুদ্ধি, বিবেচনা কিছুই ছিল না। আল্লাহ্তাআলা সেই নাচিজ পানির কাত্রাকে মায়ের পেটের মধ্যে, রক্তের টুকরা করিয়েছেন।
তাহাকে গোস্তের টুকরা করিয়াছেন। তাহাকে কত হাড় করিয়াছেন, হাড়ের উপর গোস্ত পরাইয়া দিয়াছেন, অসংখ্য রগ ও রেশার দ্বারা হাড়গুলিকে মজবুতির সঙ্গে বন্ধন করিয়াছেন। যে একে অপর হইতে জুদা হইয়া যাইতে না পারে, গোস্তের উপর চামড়া পরাইয়া দিয়াছেন, ঐ চামড়ার উপর এক সুন্দর মনরম্য রং পরাইয়া দিয়াছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
নাক, চোখ, মুখ, কান, হাত, পাও যেখানে যাহা কিছু দরকার ছিল, সমস্ত আন্দাজার সহিত ঠিকঠাক করিয়া তৈয়ার করিয়েছেন। তাহার পর জেন্দা করিয়াছেন। কাহাকে মেয়েছেলে করিয়া, কাহাকে বেটাছেলে করিয়া, দুনিয়ায় পাঠাইয়া দিয়াছেন। এই জন্য যে, তুমি দুনিয়ায় আসিয়া আল্লাহ্তাআলার এবাদত বন্দিগী করিবে। আল্লাহুম্মা ছাল্লিয়ালা মোহাম্মদ ।
আয় আল্লাহ্র বান্দা, দেখ, আল্লাহ্তাআলা কেমন রেজেক দেনেওয়ালা হইতেছেন। যখন তুমি মায়ের পেটে ছিলে, তুমি দুনিয়াতে আসিয়া কি খাইবে, আগে থাকিতে আল্লাহ্তাআলা তোমার মায়ের বক্ষস্থলে তোমার জন্য দুধ তৈয়ার করিয়া রাখিয়াছিলেন। তুমি মায়ের পেট হইতে দুনিয়ায় আসিয়া, মায়ের কোলে বসিয়া, মায়ের পেছতান হইতে দুধ চুষে পান করিয়া পরওয়ারেশ হইয়াছ, ঐ দুধ তোমার মা তৈয়ার করিয়াছিলেন না,
তোমার বাপ তৈয়ার করিয়াছিলেন না। আল্লাহ্তাআলা তোমার জন্য তৈয়ার করিয়া রাখিয়াছিলেন। তাহাই তুমি এমন নিঃস্বহায় অবস্থায় পান করিয়া পরওয়ারেশ হইয়াছ। যে সময় তুমি বসিতে পারিতে না, কথা বলিতে পারিতে না, মুখে দাঁত ছিলনা, দুনিয়ার কোন কঠিন জিনিস খাইবার ক্ষমতা ছিলনা, এমন সময় তুমি মায়ের কোলে বসিয়া, মায়ের পেছতান হইতে দুধ চুষে চুষে পান করিয়া পরওয়ারেশ হইয়াছ।
এখন বড় হইয়া, বিদ্বান বুদ্ধিমান হইয়া, এমন মেহেরবান আল্লাহ্তাআলাকে কখনও ভুলিয়া যাইওনা। যতকাল দুনিয়াতে বাঁচিয়া থাকিবে, পেয়ার মহব্বতের সঙ্গে আল্লাহ পাকের হুকুমসমূহকে এক এক করিয়া প্রতিপালন করিবে, আল্লাহ্তাআলার নাফর্মানির নজদিগে কখনও যাইবেনা। আল্লাহুম্মা ছাল্লিয়ালা মোহাম্মদ ।
নিচে বুজুর্গ নামা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 8 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ছদর উদ্দীন আহমদ ছাহেব |
বইয়ের অনুবাদকঃ |