বৃষ্টিমুখর রৌদ্রমুখর pdf বই ডাউনলোড। শ্রাবণের রাতে হঠাৎ ঝুম বৃষ্টি নামতে দেখলে আপনি আনমনা হয়ে যান। আমিও কিন্তু উদাসী হয়ে পড়ি। খোলা বাতায়নের ফাঁক গলে চৈতালি রোদ যখন আপনার পা ছুঁয়ে যায়, তখন শার্সি গুটিয়ে আপনি বাইরে তাকান।
আমিও তাকাই। মুষলধারে বৃষ্টি এলে আমাদের চৈতন্য ঔদাসীন্যের উঞ্চতায় ঘুমাতে চায়, ঝাঁঝালো রোদের তীব্রতায় সেই উমজড়ানো ঘুম রূপকথা হয়ে যায়। এই বইয়ে আপনার চিরচেনা সেই বৃষ্টিকণাই ঝরবে, সেই পরিচিত রোদ্দুরই লুকোচুরি খেলবে আপনার সাথে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অসহায় নারীদের সাহায্যার্থে এগিয়ে আসুন pdf বই ডাউনলোড
- জান্নাতে নারীদের অবস্থা pdf বই ডাউনলোড
- লাভিং ওয়াইফ pdf বই ডাউনলোড
- দ্য স্পিরিট অব ইসলাম pdf বই ডাউনলোড
- নারী সাহাবীদের ঈমানদীপ্ত pdf বই ডাউনলোড
একটু পার্থক্য অবশ্য আছে। এই সৃষ্টি আপনাকে শুধু আনমনা করে দিয়েই ক্ষান্ত হবে না, আপনার খুব খাজে এসে গল্পের আসর জমাবে। এই রোদ আপনার বোধকে নাড়া দিতে চাইবে। শুধু বৃষ্টি আর রোদ নয়, আপনারা চারপাশে পরিদৃষ্ট নিসর্গকে তৃতীয় নয়নে তাকানোর প্রবর্তনা জোগাবে। ফুটন্ত ফুল আর উড়ন্ত প্রজাপতির গল্প শোনাতে শোনাতে অপার্থিব কোনো বাগিচায় আপনাকে ঘুরিয়ে আনবে। চেনা- অচেনা পাখিদের ডানায় আপনাকে সওয়ার করিয়ে ফিরদাউসের পাখি হবার স্বপ্ন দেখাতে চাইবে। এক্ষুণি বলবে, চলো মৌমাছি হয়ে যাই! পরক্ষণেই বলবে, চলো ডাহুক হই!
সুস্থ-স্বাভাবিক দুই দুটো চোখ থাকার পরও বইটা কেন আপনাকে তৃতীয় চোখ উন্মোষের জন্যে প্রেরণা ও প্রেষণা জোগাতে চায়? উত্তর পাওয়ার জন্যে আমাদেরকে যেতে হবে উম্মুল মুমিনীন আয়িশা রাঃ-এর কাছে। তাঁর কাছ থেকে একটা গল্প জেনে নিতে পারি আমরা।
নবী করিম সাঃ- একদিন বললেন,গত রাতে আমার ওপর একটা আয়াত নাযিল হয়েছিল। আয়াতটা যে পড়বে, কিন্তু এ নিয়ে কোনো চিন্তা-ভাবনা করবে না, তার জন্যে ধ্বংস! কোন সে আয়াত! ? আমাদের যেমন কৌতূহল জন্মেছে, আয়িশা রাঃ-ও কৌতূহলী হয়েছিলেন।
রাসূলুল্লাহ সাঃ-অনুসন্ধিৎসা জাগিয়ে দিয়ে দেরি না করেই আয়াতটি পাঠ করতে শুরু করলেন; অর্থাৎ-আসমান-জমিনের সৃষ্টিতে এবঙ রাত-দিনের আবর্তনে অবশ্যই বোধসম্পন্ন লোকদের জন্যে নিদর্শন রয়েছে। আমাদের কাছে এই আয়াতের দাবি কী? আশা করি এই বইয়ের মাধ্যমে অনেক কিছু জানতে পারব। যদি বইটি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে বৃষ্টিমুখর রৌদ্রমুখর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | শিয়ান পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | 53.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আব্দুল্লাহ মাহমুদ নজিব |
বইয়ের অনুবাদকঃ |