বৃষ্টি ছুঁয়েছে মনের মৃত্তিকা pdf বই ডাউনলোড। ঐখানে নামুক বৃষ্টি আফগান উদ্বাস্তু শিবিরে তোরাবোরা পর্বতগুহায় আর ধুধু কান্দাহার নামুক সুস্থির বৃষ্টি কারগিল বিরান প্রান্তর নামুক অঝোর ধারে, একটানা শঙ্কিত অন্তরে । নামো বৃষ্টি কোটি ফুয়ারায়, নেমে এসো ফিলিস্তিন দজলা পেরিয়ে এসো হেবরন, ফোরাতের তীর এসো তুমুল তান্ডবে চেচনিয়া, রক্তিম কাশ্মীর আল কুদসের ভেজাও জমিন, পবিত্র অস্তিন।
বসনিয়া এসো বৃষ্টি, এসো কোহকাফ পার হয়ে কসোভা মাটির বুকে পশলা প্রশান্তি দাও বয়ে। তার থেকে আর কিছু ঢেলে দাও আমার এদেশে সবুজ বাঙলা দেখ শুস্ক হলুদ পাতার বেশে কীভাবে মুষড়ে পড়েছে এক প্রচন্ড পিপাসায়, মৌসুম কাপিঁয়ে এসো বৃষ্টি খরা-দগ্ধ সীমানায়।
আরও দেখুনঃ এসো তাকওয়া অর্জন করি ২য় খন্ড pdf বই ডাউনলোড
গভীর রাতের বৃষ্টি; বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি উঠেছে জেগে, জেগেছে সবুজ, নদীও মুখর যেন চলেছে নায়র! বৃষ্টিতে হয়েছে মন উতলা, অবুঝ পেছনে রয়েছে পড়ে ক্লেদের শহর। বিষাদের স্মৃতিগুলো ধূসর-অতীত কী হবে যাতনা পুষে তার ছেয়ে ভালো বরষায় ভেসে যাক শোকের নহর। রিমঝিম জাগে বন, স্বপ্নের বীথিকা বৃষ্টিতো ছুয়েছেঁ মন মনের মৃত্তিকা।
অসম্ভব সুন্দর একটা গল্পের বই।
বৃষ্টিভেজা পংক্তিমালা এখান থেকেই বেকেঁ গেছে সুড়ঙ্গ পথটি ঠিক কোন দিকে, বোধের অগম্য দৃষ্টির সীমায় কেবল কয়েকগুচ্ছ অন্ধকার আর শ্রবণইন্দ্রিয়ে ট্রেনের হুইসেলের মত কিছু অদ্ভুত গোঙানি। মাছের পেটের ভিতর যে রকম পিচ্ছিল অন্ধকার সে রকম আর এক অন্ধকার ঢেকে গেছে। বানভাসী পৃথিবীর মুখ যাক, তবু মানুষের চেয়ে অবিমৃশ্য আধাঁরের আপাতত অন্য কোনো অর্থ নেই।
আরও দেখুনঃ মৃত্যু চিন্তা pdf বই ডাউনলোড
শ্রাবণের এই ধারা শ্রাবণের এই ধারা জীবনের চেয়েও দুর্বিষহ! উন্মাতাল ঝিলটি এখন লাফিয়ে উঠছে দোতলায়। পানি আর পানি! তবু পানি নেই পিপাসার। জীবন-জীবন! তবুও জীবন নেই তোমার-আমার। রাত দশটায় বেইলী রোডও আজ বৃষ্টিস্নাত।
টাঙ্গাইল শাড়ির আড়ালে তুমিও কি ভিজেছো আমার মত? ছাতাটা হারিয়ে ফেলেছি অন্য কোথাও তোমার ঐ ফিনফিনে আচঁলে কি রক্ষা পাবে শীর্ণ দেহ! বন্যার তান্ডুবে ভেসে গেছে সকল সড়ক তবুও হাটঁতে থাকি। যদি পার চলে এসো তের বাই সির বাসাটিতে বর্ষনমুখর শ্রাবণে চলবে রাতভর সেখানে শব্দের মহোৎসব।
আরও দেখুনঃ মহা প্লাবনের কাহিনী pdf বই ডাউনলোড
নিচে বৃষ্টি ছুঁয়েছে মনের মৃত্তিকা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সমুদ্র প্রকাশনী বইয়ের ধরণঃ বৃষ্টির গল্প বইয়ের সাইজঃ 1.42 MB প্রকাশ সালঃ ২০০২ বইয়ের লেখকঃ মোশাররফ হোসেন খান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ