বৈজ্ঞানিক মুহাম্মদ সাঃ
বৈজ্ঞানিক মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড। ” বৈজ্ঞানিক মুহাম্মদ [সাঃ] পুস্ককের প্রথম খন্ডে সমাজ বিজ্ঞান ও শারীর বিজ্ঞান নিয়ে সামান্য কিছু টা আলোচনা করছি । যদিও আলোচনা ছিল ব্যাপক এবং সীমাহিন , তবু ও শেষ করতে হয়েছিলো এ জন্যই যে ।
আমরা সংক্ষেপে হলেও এ মহামানবের মুখনিঃসৃত বানী ও কার্যপদ্ধতি দেখে অন্যান্য বিষয়ের ওপর কিছুটা জ্ঞানলাভ করব । দ্বিতীয় খন্ডে তাই লিখতে চললাম যৌন-বিজ্ঞান । রসূল [দঃ ] – এর জীবনে চরিত আলোচনা করতে গিয়ে দেখলাম ,যৌন – বিজ্ঞান পরিচ্ছেদ , তাঁর জীবনের এক সর্বশ্রেষ্ঠ অবদান ।
আরও দেখুনঃ অপরিচিত পুরুষের সাথে মুসলিমনারী pdf বই ডাউনলোড
আমরা ভ্রমবশতই হোক , অজ্ঞতাবশতই হোক অথবা লজ্জাবশতই হোক , তাঁর এ শ্রেষ্ঠ অবদানকে সমাজের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারি নি, আর এ জন্যই পুরুষ কে নারীকে – আর নারী পুরুষের সঠিকভাবে চিনবার সুযোগ পায় নি । তাই পরিবারের মাঝে বিশৃঙ্খলা , জীবনের মাঝে অশান্তি আর পরম সুখের মাঝে অনাবিল দুঃখ ভরে আছে ।
নারী সৃষ্টি – রহস্য না জানলে নারীকে বোঝা যায় না । নারীর শারীরিক গঠন , মানসিক অবস্থা , প্রেমের ভঙ্গি পুরুষ হতে কেমন ভিন্ন এ তত্ত্ব জানা যেমন প্রয়োজন , তেমনি পুরুষের আকৃতি , প্রকৃতি ,মন -মেজাজ ও কার্যক্ষমতার একটা সঠিক চিত্র নারীদের মনেও ভাসমান থাকা প্রয়োজন ।
আরও দেখুনঃ অনাদায়কৃত নামাজের কাযা পালন pdf বই ডাউনলোড
তবেই একে অপরকে জানা ও চেনার মাঝে এক সুখের জীবন রচিত হয় । এ উদ্দেশে নিয়েই নারী – পুরুষের বিভিন্ন দিক আলোচনা করতে চেষ্টা করছি । বিভিন্ন দেশের বিভিন্ন আবহাওয়া ও পরিকেমে লালিত – পালিত নারী – পুরুষের চালচলন , কথাবার্তা , ভাবভঙ্গি ও যৌন যে বিভিন্ন ।
তাদের সামাজিক ও পারিবারিক জীবনপদ্ধতি যে একরূপ নয় < অথচ কিভাবে সৃষ্টি হয় . এর সমাধানের উপায় কি , এসব গুরুত্বপূন্য বিষয়গুলো রসূলুল্লাহ [দঃ] – এর জীবনরচিত ও বাণীর মাধ্যমে এ পুস্তকে আলোচনা করবার সামান্যতম প্রয়াস প্রেয়েছি । অপূব্য সৃষ্টির অপূব্য স্বাদ গ্রহন করারই নির্দেশ দিয়েছে আমাদের বৈজ্ঞানিক ।
আরও দেখুনঃ অনাদায়কৃত নামাজের কাযা পালন pdf বই ডাউনলোড
নিচে বৈজ্ঞানিক মুহাম্মদ সাঃ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 7.13 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ